ICC World Test Championship 2019 Points Table Updated: বিশাখাপত্তনমে ভারতের বড় জয়ের পর এখন পয়েন্ট তালিকায় কোন দেশ কেমন জায়গায় দাঁড়িয়ে জানুন
বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রানের বড় জয়ের ভারতের একসঙ্গে দুটো লাভ হল। একদিকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া, অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করল বিরাট কোহলির দল। ৯ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাতটা দল খেলতে নেমে গিয়েছে।
ICC World Test Championship 2019 Points Table: বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকা (South Africa)-র বিরুদ্ধে ২০৩ রানের বড় জয় পাওয়ায় ভারতের (Team India) একসঙ্গে দুটো লাভ হল। একদিকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া, অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করল বিরাট কোহলির দল। ৯ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাতটা দল খেলতে নেমে গিয়েছে। শুধু বাংলাদেশ ও পাকিস্তান এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি। তিন ম্যাচ খেলে ১৬০ পয়েন্ট পেয়ে ভারত এখন শীর্ষে। ভারতের চেয়ে ১০০ পয়েন্ট পিছনে দু নম্বরে যুগ্মভাবে আছে শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড। ২০১৯ সালের অগাস্ট থেকে ২০২১ সালে জুন মাস পর্যন্ত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ৯টি দল নিয়ে হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ।
এখন থেকেই ভারতীয় দল বাকিদের থেকে পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দু টেস্টের সিরিজে ২-০ জেতার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ভারতকে ভাল জায়গায় নিয়ে গেল। ৩ ম্যাচে ১৬০ পয়েন্ট সংগ্রহ করে ভারত শীর্ষস্থানে আছে। দু নম্বরে আছে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা (৬০)। অ্য়াসেজ সিরিজ খেলার পর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৫৬ পয়েন্ট দাঁড়িয়ে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খোলেনি। আরও পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৯-২০২১: জানুন ভারত ও বাংলাদেশের ক্রীড়াসূচী
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৯-২০২১ পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ড্র | নেট রান রেট | পয়েন্ট |
ভারত | ৩ | ৩ | ০ | ০ | ০ | - | ১৬০ |
নিউ জিল্যান্ড | ২ | ১ | ১ | ০ | ০ | - | ৬০ |
শ্রীলঙ্কা | ২ | ১ | ১ | ০ | ০ | - | ৬০ |
অস্ট্রেলিয়া | ৫ | ২ | ২ | ০ | ১ | - | ৫৬ |
ইংল্যান্ড | ৫ | ২ | ২ | ০ | ২ | - | ৫৬ |
দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ১ | ০ | ০ | - | ০ |
ওয়েস্ট ইন্ডিজ | ২ | ০ | ২ | ০ | ০ | - | ০ |
বাংলাদেশ | ০ | ০ | ০ | ০ | ০ | - | ০ |
পাকিস্তান | ০ | ০ | ০ | ০ | ০ | - | ০ |
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ক্রীড়াসূচি:
জুলাই-অগাস্ট ২০১৯: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্ট (অ্যাওয়ে)
অক্টোবর-নভেম্বর ২০১৯: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টেস্ট (ঘরের মাঠে)
নভেম্বর ২০১৯: বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট (ঘরের মাঠে)
ফেব্রুয়ারি, ২০২০: নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২টি টেস্ট (অ্যাওয়ে)
ডিসেম্বর, ২০২০: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৪টি টেস্ট (অ্যাওয়ে)
জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট (ঘরের মাঠে)
আইসিসি-র নিয়ম অনুযায়ী তিন টেস্টের সিরিজে ম্যাচ প্রতি ৪০ পয়েন্ট পাবে জয়ী দল। টেস্ট টাই হলে ২০ এবং ড্র হলে ১৩ পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে দুটি দল। আর তাই আজ বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে জেতায় টিম ইন্ডিয়া পেল ৪০ পয়েন্ট। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুটি ম্যাচ ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্যারিবিয়ান সফরে দুটি টেস্টের সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। দুই টেস্টের সিরিজের ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতি হল-একটি টেস্ট জিতলেই ৬০ পয়েন্ট পাবে জয়ী দল, টাই হলে ৩০ আর ড্র করলে দুটি দল পাবে ২০ পয়েন্ট করে। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে কোহলিরা ১২০ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। ফলে ভারতের পয়েন্ট এখন ১৬০।