ICC Under-19 World Cup 2020: শুক্রবার থেকে শুরু অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ, দেখে নিন কবে কবে রয়েছে ভারতের খেলা
শুক্রবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ (ICC Under-19 World Cup 2020)। রবিবার ভারত (India) তাদের অভিযান শুরু করবে। প্রিয়ম গর্গের (Priyam Garg) নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ভারতকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। একই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। জাপান এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের সফলতা বেশ ভালোই। এখনও পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৮ সালেও পৃথ্বী শ-র নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়াকে ফাইনালে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত থেকে ট্রফি জেতে। গ্রুপের প্রথম খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার পর ভারতের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে। ২১ জানুয়ারি হবে খেলা। ২৪ জানুয়ারি ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যোগ্যতা অর্জন করবে সুপার লীগের মঞ্চ। টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি ওভালে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ (ICC Under-19 World Cup 2020)। রবিবার ভারত (India) তাদের অভিযান শুরু করবে। প্রিয়ম গর্গের (Priyam Garg) নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ভারতকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। একই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। জাপান এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে। অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের সফলতা বেশ ভালোই। এখনও পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১৮ সালেও পৃথ্বী শ-র নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়াকে ফাইনালে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত থেকে ট্রফি জেতে।
গ্রুপের প্রথম খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার পর ভারতের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে। ২১ জানুয়ারি হবে খেলা। ২৪ জানুয়ারি ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যোগ্যতা অর্জন করবে সুপার লীগের মঞ্চ। টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি ওভালে। আরও পড়ুন: ICC Awards 2019: একদিনের ক্রিকেটে বর্ষসেরা রোহিত শর্মা, বিরাট কোহলি জিতেলেন 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার
এক নজরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০-তে ভারতের ম্যাচের সূচি:
India vs Sri Lanka
Manguang Oval, Bloemfontein - January 19, 1:30 pm
India vs Japan
Manguang Oval, Bloemfontein - January 21, 1:30 pm
India vs New Zealand
Manguang Oval, Bloemfontein - January 24, 1:30 pm
Quarter Final 1
JB Marks Oval, Potchefstroom - January 28, 1:30 pm
Quarter Final 2
Willowmoore Park, Benoni - January 29, 1:30 pm
Quarter Final 3
JB Marks Oval, Potchefstroom - January 30, 1:30 pm
Quarter Final 4
Willowmoore Park, Benoni - January 31, 1:30 pm
Semi Final 1
JB Marks Oval, Potchefstroom - February 04, 1:30 pm
Semi Final 2
JB Marks Oval, Potchefstroom - February 06, 1:30 pm
Final
JB Marks Oval, Potchefstroom - February 10, 1:30 pm
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)