ICC ODI World Cup Tickets 2023: BookMyShow-তে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট; জানুন কেনার পদ্ধতি
আইসিসি বিশ্বকাপের প্রি-সেল শুরু হবে আজ ২৪ আগস্ট ৬ টা থেকে এবং টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট রাত ৮টা থেকে।
আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে চলা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর টিকিটের প্ল্যাটফর্ম হিসেবে বুধবার BookMyShow-কে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্টে মোট ৫৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১০টি প্রস্তুতি ম্যাচ রয়েছে, যা সারা দেশের ১২টি বিশিষ্ট ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বোর্ড আগেই জানিয়েছিল, এই ইভেন্টের জন্য বিক্রি হবে ধাপে ধাপে। ২৫ আগস্ট থেকে প্রস্তুতি ম্যাচ ও ভারত ছাড়া ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বিসিসিআই বুধবার টিকিটের জন্য একটি প্রি-সেল যোগ করেছে। ICC Cricket World Cup Warm-Up Schedule: বিশ্বকাপের আগে ১০ প্রস্তুতি ম্যাচের তালিকা প্রকাশ আইসিসির; জানুন সূচি
প্রি-সেল সূচি
-২৪শে আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে: মাস্টারকার্ড প্রি-সেল - ওয়ার্ম-আপ ম্যাচ বাদ দিয়ে সব ম্যাচ (ভারত ছাড়া)
-২৯শে আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে: মাস্টারকার্ড প্রি-সেল - ওয়ার্ম-আপ ম্যাচ বাদ দিয়ে ভারতের সব ম্যাচ
-১৪ই সেপ্টেম্বর ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে: মাস্টারকার্ড প্রি-সেল - সেমি ফাইনাল ও ফাইনাল
দেখুন সাত দফার টিকিট বিক্রির সূচি
-২৫ আগস্ট ভারতীয় সময় রাত ৮টা থেকে: ওয়ার্ম-আপ এবং বিশ্বকাপের যে সমস্ত ম্যাচ ভারতের নয়।
-৩০ আগস্ট ভারতীয় সময় রাত ৮টা থেকে: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচ।
-৩১ আগস্ট ভারতীয় সময় রাত ৮টা থেকে: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ৮ অক্টোবর, দিল্লি (আফগানিস্তানের বিপক্ষে), ১১ অক্টোবর এবং পুনে (বাংলাদেশের বিপক্ষে), ১৯ অক্টোবর
-১ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৮টা থেকে: ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, ২২ অক্টোবর, লখনউ (ইংল্যান্ডের বিরুদ্ধে), ২৯ অক্টোবর এবং মুম্বই বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর
-২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৮টা থেকে: বিশ্বকাপের কলকাতায় ভারতের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), ৫ নভেম্বর এবং বেঙ্গালুরুতে (নেদারল্যান্ডের বিপক্ষে), ১২ নভেম্বর
-৩ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৮টা থেকে: আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, (১৪ অক্টোবর)
-১৫ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৮টা থেকে: সেমিফাইনাল ও ফাইনাল
কীভাবে কিনবেন বিশ্বকাপের টিকিট
- BookMyShow অ্যাপ অথবা ওয়েবসাইটে যান এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর টিকিট অনলাইনে বুক করার সরাসরি লিঙ্কে ক্লিক করুন।
-এখন ম্যাচ ও ভেন্যু বেছে নিন।
-টিকিটের দাম আপনার কম্পিউটার/ ফোনের স্ক্রিনে চলে আসবে।
-টিকিট সিলেক্ট করুন।
-প্রয়োজনীয় তথ্য দিন।
-পেমেন্ট করুন।
-বুকিং সম্পর্কে কনফার্মেশন মেসেজ পাওয়ার পর আপনার টিকিট বুকিং সম্পূর্ণ হয়ে যাবে।
-খুব শিগগির আপনার ঠিকানায় পৌঁছে যাবে আইসিসি বিশ্বকাপের টিকিট।