Champions Trophy 2025: সূচি নিয়ে অনিশ্চয়তার মাঝেই পাকিস্তানে শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর
চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর শুরু হবে পাকিস্তানের উত্তরাঞ্চলের স্কার্দুতে। এরপর ট্রফি যাবে মুরি, হুনজা ও মুজাফফরাবাদে। এছাড়া এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কেটু (K2)-র চূড়ায়ও ট্রফিটি নিয়ে যাওয়া হবে। অতিরিক্ত দূষণে ধোঁয়াশার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের মূল তিন শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে যাবে না বলেও নিশ্চিত করা হয়েছে
Champions Trophy 2025: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এবং চূড়ান্ত আয়োজক কে হবে সে সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। তারই মাঝে পাকিস্তানে ট্রফি ট্যুরের ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট। ২০১৭ সালে সর্বশেষ অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি বৃহস্পতিবার ইসলামাবাদে এসে পৌঁছেছে এবং আগামী সপ্তাহে সেই ট্রফির পাকিস্তানে ট্যুর হবে। পাকিস্তানের স্থানীয় সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর শুরু হবে পাকিস্তানের উত্তরাঞ্চলের স্কার্দুতে। এরপর ট্রফি যাবে মুরি, হুনজা ও মুজাফফরাবাদে। এছাড়া এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কেটু (K2)-র চূড়ায়ও ট্রফিটি নিয়ে যাওয়া হবে। অতিরিক্ত দূষণে ধোঁয়াশার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের মূল তিন শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে যাবে না বলেও নিশ্চিত করা হয়েছে। এর আগে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০০ দিনের কাউন্টডাউন উপলক্ষে একটি বড় ইভেন্ট বাতিল করা হয়। সেটি ১১ নভেম্বর লাহোরে হওয়ার কথা ছিল কিন্তু তখন জানা যায় ভারত পাকিস্তানে তাদের দল পাঠাবে না। Champions Trophy Promo: দেখুন, বিতর্কের মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির 'প্রোমো' প্রকাশ আইসিসির, আয়োজক পাকিস্তানই
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। প্রাথমিকভাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভেন্যু নিশ্চিত না করেই সূচি ঘোষণা করার কথা ছিল আইসিসির। তবে চূড়ান্ত সূচি এখনও ঝুলে আছে কারণ ভারতের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। গত বছর এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানে যায়নি, যার ফলে পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছিল এবং শ্রীলঙ্কায় ভারতের সব খেলা আয়োজন করা হয়। পাকিস্তান ক্রিকেট পুরো টুর্নামেন্টটি পাকিস্তানে আয়োজনের বিষয়ে দৃঢ় রয়েছে। তবে পাকিস্তানে বিসিসিআই যে দল পাঠাবে না এই বিষয়টিও নিশ্চিত। যেহেতু পাকিস্তান এখন আর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী নয় এবং এমনকি তাদের দেশের বাইরে টুর্নামেন্ট গেলে বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তাই হোস্টিং রাইটস হারালে পিসিবির ৬৫ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।