IPL Special Train for PBKS, DC Players: ভারতীয় রেলওয়ের বিশেষ ট্রেনে ধর্মশালা থেকে কীভাবে উদ্ধার করা হল পাঞ্জাব, দিল্লির খেলোয়াড়দের, ভিডিও প্রকাশ আইপিএলের

গতকাল, ৮ মে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর এই পাহাড়ী শহরে আটকে পড়ে। এরপর সেই ম্যাচের জন্য আসা কমেন্টার এবং প্রোডাকশন ক্রুসহ দলের সদস্যদের নিয়ে আজ শুক্রবার, ৯ মে, নয়া দিল্লিতে সরিয়ে নিয়ে আসা হয়

Players and Support Staff in IPL Special Train (Photo Credit: IPL/ X)

IPL Special Train for PBKS, DC Players: বিসিসিআই (BCCI) এবং আইপিএল (IPL) আজ ভারতীয় রেলওয়ের (Indian Railways) প্রতি ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ধর্মশালায় আইপিএলের সঙ্গে যুক্ত থাকা সব ধরনের কর্মীদের জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই পোস্ট করা। আসলে গতকাল, ৮ মে পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর এই পাহাড়ী শহরে আটকে পড়ে। এরপর সেই ম্যাচের জন্য আসা কমেন্টার এবং প্রোডাকশন ক্রুসহ দলের সদস্যদের নিয়ে আজ শুক্রবার, ৯ মে, নয়া দিল্লিতে সরিয়ে নিয়ে আসা হয়। খেলোয়াড়দের ট্রেনে যাত্রার ভিডিও এখন তাদের আইপিল তাদের এক্স হ্যান্ডেলে সন্ধ্যা ৮টার দিকে আপলোড করে, কিন্তু কিছুক্ষণ পর পোস্টটি ডিলিট করে দেওয়ার পর ভিডিওটি আবার রাত ১০টায় আপলোড করে। Virat Kohli Praises Indian Army: পাকিস্তানের বিপক্ষে রুখে দাঁড়াতেই ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে পোস্ট বিরাট কোহলির

ধর্মশালা থেকে কীভাবে উদ্ধার করা হল পাঞ্জাব, দিল্লির খেলোয়াড়দের

কীভাবে উদ্ধার করা হল পাঞ্জাব, দিল্লির খেলোয়াড়দের?

গতকাল রাতে পাঞ্জাব এবং দিল্লির মধ্যে আইপিএল ম্যাচ তখন বাতিল করা হয় যখন পাকিস্তান চণ্ডীগড়ের কাছে ড্রোন আক্রমণের চেষ্টা করে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে এরপর ক্রিকেটারদের এবং সাপোর্ট স্টাফদের আজ শুক্রবার সকালে প্রায় ৪০ থেকে ৫০টি ছোট গাড়িতে ধর্মশালা থেকে হোশিয়ারপুরে আনা হয়। এটি পাঞ্জাবের সীমান্তে অবস্থিত এক শহর। তখন তাদের সঙ্গে ছিল কাংড়া পুলিশ। এরপর গাড়ি হোশিয়ারপুরে পৌঁছালে পাঞ্জাব পুলিশ তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় এবং তাদের সেখান থেকে, তাদের জালন্ধরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে বন্দে ভারতে (Vande Bharat) চড়ে সবাই সুস্থভাবে নয়া দিল্লিতে আসে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement