Highest ODI Score of IND W: ওয়ানডেতে ভারতের মহিলা দলের সর্বোচ্চ স্কোরের রেকর্ড এল আইরিশদের বিপক্ষে

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত পাঁচ উইকেটে ৩৭০ রানের বিশাল স্কোর করে। যেখানে জেমিমা রডরিগেজের সেঞ্চুরি (১০২) এবং অধিনায়ক স্মৃতি মান্ধানা (৭৩), হারলিন দেওল (৮৯) ও প্রতীকা রাওয়ালের (৬৭) হাফ সেঞ্চুরি আসে। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর।

India Women ODI Team (Photo Credit: BCCI Women/ X)

IND W vs IRE W: ঘরের মাঠে নিজেদের সেরা ফর্ম অক্ষুণ্ণ রেখেছে উইমেন ইন ব্লু। শুক্রবার রাজকোটে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড মহিলা দলকে ৬ উইকেটে হারানোর পর রবিবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের বিরুদ্ধে বিশাল রেকর্ড গড়ল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত পাঁচ উইকেটে ৩৭০ রানের বিশাল স্কোর করে। যেখানে জেমিমা রডরিগেজের সেঞ্চুরি (১০২) এবং অধিনায়ক স্মৃতি মান্ধানা (৭৩), হারলিন দেওল (৮৯) ও প্রতীকা রাওয়ালের (৬৭) হাফ সেঞ্চুরি আসে। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর। তাদের আগের সেরা স্কোর ছিল ৩৫৮। এই স্কোর দু'বার করেছে ভারত, একবার ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ২০২৪ সালের ডিসেম্বরে সদ্য সমাপ্ত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। Sayali Satghare Debut: আইরিশ মহিলাদের বিপক্ষে ভারতীয় দলে অভিষেক সায়ালি সাতঘরের, কে এই তরুণ অলরাউন্ডার

ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে স্কোরকার্ড

রান তাড়া করতে নেমে আইরিশ ওপেনার সারা ফোর্বস এবং অধিনায়ক গ্যাবি লুইস স্লো শুরু করে। অধিনায়ক লুইস সায়ালি সাতঘরের বলে আউট হন। ফোর্বস ৩৮ রান করে দীপ্তি শর্মার বলে আউট হন। এরপর ক্রিস্টিনা কুল্টার রেইলি লরা ডেলানির সঙ্গে চতুর্থ উইকেটে ৮৩ রান করে ভারতীয় স্পিনারদের পাল্টা আক্রমণ করেন। তবে, দীপ্তি শর্মা তার কেরিয়ারের ১০০তম ওয়ানডেতে ডেলানি এবং আরলিন কেলির দ্রুত উইকেট নেন। তিতাস সাধু ৮০ রানে কুল্টার রাইলির সেঞ্চুরির সুযোগ নষ্ট করলে আয়ারল্যান্ড ২৫৪-৭ রানে আটকে যায় এবং ভারত ১১৬ রানের জয় নিশ্চিত করে। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় 'উইমেন ইন ব্লু'।

ওয়ানডেতে ভারতের মহিলা দলের সর্বোচ্চ স্কোর

যদিও ভারত মহিলাদের ওয়ানডেতে তাদের ব্যক্তিগত সেরার রেকর্ড ভাঙতে পেরেছে, তবে সর্বোচ্চ স্কোরের সামগ্রিক রেকর্ডটি নিউজিল্যান্ডের। তারা ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেটে ৪৯১ রান করেছিল। মহিলাদের ওয়ানডেতে পরবর্তী তিনটি সর্বোচ্চ স্কোরও নিউজিল্যান্ডের। সেগুলি যথাক্রমে এসেছে পাকিস্তানের বিপক্ষে (৪৫৫), আয়ারল্যান্ডের বিপক্ষে (৪৪০) এবং ডেনমার্কের বিপক্ষে (৪১৮)।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now