Harry Brook Century: পাকিস্তান সফরে তিন টেস্টে তৃতীয় সেঞ্চুরি, রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (Karachi’s National Stadium) সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে , তিন টেস্টে তৃতীয় সেঞ্চুরি করার রেকর্ড গড়েন এই তরুণ ক্রিকেটার।
রবিবার হ্যারি ব্রুক (Harry Brook) পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত টেস্টে আগের সব ইংলিশ ব্যাটসম্যানকে ছাড়িয়ে গেছেন। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (Karachi’s National Stadium) সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এই কীর্তি গড়েন এই তরুণ ক্রিকেটার। ১৯৮৪ সালে তিন খেলায় ১১২.২৫ গড়ে ৪৪৯ রান করা ডেভিড গাওয়ারকে (David Gower) ছাড়িয়ে গেছেন ব্রুক। করাচি টেস্টের দ্বিতীয় দিনে ১৫০ বলে ১১১ রান করে আউট হন ব্রুক।
দেখুন তৃতীয় টেস্টে শতকের ভিডিও
পাকিস্তানের মাটিতে প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে তিনটি টেস্ট সেঞ্চুরি করে ইতিহাস গড়েন ব্রুক। এর আগে ডেভিড গাওয়ার (David Gower) ও ডেনিস অ্যামিস (Dennis Amiss) দুটি করে সেঞ্চুরি করেন পাকিস্তানে। রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে সর্বোচ্চ ১৫৩ রান করেন তিনি। মুলতানে দ্বিতীয় টেস্টে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে দ্বিতীয় দিনে ১৪১ বলে ১০৮ রান করেন ব্রুক। চলতি করাচি টেস্টের দ্বিতীয় দিনে ১১১ রান করে পাকিস্তান সফরে তিন টেস্টে মোট পাঁচ ইনিংসে ১১৫.৫০ গড়ে ৪৬২ রান করেছেন।