ENG W vs IND W 3rd ODI Scorecard: হরমনপ্রীত কৌরের সেঞ্চুরি! ইংল্যান্ডকে ওয়ানডেতেও হারিয়ে সিরিজ জয় ভারতের

অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৮৪ বলে ১০২ রান করেন যা ভারতকে ৫ উইকেটে ৩১৮ রান করতে সাহায্য করে। একইসঙ্গে ক্রান্তি গৌড় (Kranti Gaud) মাত্র ৫২ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ৩০৫ রানে অলআউট করতে সাহায্য করেন।

India Women ODI Cricket Team (Photo Credit: BCCI Women/ X)

England Women National Cricket Team vs India Women National Cricket Team: ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল, ২২ জুলাই চেস্টার-লে-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে (Riverside Ground, Chester-le-Street) মুখোমুখি হয় ENG W বনাম IND W। সেখানে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৮৪ বলে ১০২ রান করেন যা ভারতকে ৫ উইকেটে ৩১৮ রান করতে সাহায্য করে। একইসঙ্গে ক্রান্তি গৌড় (Kranti Gaud) মাত্র ৫২ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ৩০৫ রানে অলআউট করতে সাহায্য করেন। ফলে ১৩ রান হাতে নিয়ে ভারত তৃতীয় এবং শেষ ওয়ানডে জিতে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়। BAN vs PAK T20I Series 2025: পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজ জয় বাংলাদেশের

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, তৃতীয় ওয়ানডে ম্যাচ ২০২৫

রিভারসাইড গ্রাউন্ডে হরমন গতকাল ১৪টি চারের ঝড় তুলেছেন। তিনি চতুর্থ উইকেটে জেমিমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) সঙ্গে ১১০ রান যোগ করেছেন। জেমিমা তাঁর ৫০তম ওয়ানডেতে ৫০ বলে ৫০ রান করেন। এছাড়া শেষ ওভারে উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) মাত্র ১৮ বলে ৩৮ রান করেন তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে। এর আগে সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং তিন নম্বরে ব্যাট করা হরলিন দেওল (Harleen Deol) ভারতের জন্য মোট ৪৫ রান করে খারাপ শুরু করেন। ইংল্যান্ডের পাঁচজন বোলার লরেন বেল, লরেন ফাইলার, শার্লট ডিন, সোফি ইক্লেস্টোন, এবং লিনসি স্মিথ সবাই একটি করে উইকেট পান। এরপর তাদের ব্যাটিংয়ের সময় ন্যাটালি সিভার-ব্রান্টকে ৯৮ রানে আউট করে খেলা ঘোরান দীপ্তি শর্মা (Deepti Sharma)। তবে ক্রান্তি অসাধারণ ছয় উইকেট তুলে নিয়ে সবার নজর কাড়েন এবং ভারতের ওয়ানডে সিরিজেও জয় নিশ্চিত করেন। এর আগে টি২০ সিরিজও জিতেছে ভারত।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement