Anshul Kamboj 10 Wickets Stat: কাম্বোজের আগে প্রথমবার দশে দশ করেছিলেন এক বাঙালী, জানুন দশ উইকেটের পঞ্চ ব্যাঞ্জন

২৩ বছরের কার্নেলের ছেলে ডান হাতি পেসার কাম্বোজের প্রথম ইনিংসের বোলিং হিসেব দাঁড়াল ৩০.১ ওভার বল করে ৪৯ রান দিয়ে ১০টি উইকেট। তার মধ্যে ৯টি ওভার মেডেন।

Anshul Kamboj. (Photo Credits: X)

Anshul Kamboj: রঞ্জি ট্রফিতে কেরলের প্রথম ইনিংসের সব কটা উইকেট তুলে নিয়ে 'পারফেক্ট টেন'-এর নজির গড়লেন হরিয়ানার পেসার আনশুল কাম্বোজ (Anshul Kamboj)।  ২৩ বছরের কার্নেলের ছেলে ডান হাতি পেসার কাম্বোজের প্রথম ইনিংসের বোলিং হিসেব দাঁড়াল ৩০.১ ওভার বল করে ৪৯ রান দিয়ে ১০টি উইকেট। তার মধ্যে ৯টি ওভার মেডেন।রঞ্জি ট্রফিতে কেরলের প্রথম ইনিংসের সব কটা উইকেট তুলে নিয়ে 'পারফেক্ট টেন'-এর নজির গড়লেন হরিয়ানার পেসার আনশুল কাম্বোজ (Anshul Kamboj)।

আনশুল কাম্বোজ কেরলের যে ১০ জন ব্যাটারকে আউট করলেন তাঁরা হলেন-১) বাবা অপরাজিত (ক্যাচ), ২) রোহন কান্নুমাল (ক্যাচ), ৩) অক্ষয় চন্দ্রন (বোল্ড), ৪) জলজ সাক্সেনা (এলবি), ৫) সলমন নিজার (ক্যাচ) ৬) মহম্মদ আজহারউদ্দিন (ক্যাচ), ৮) সচিন বেবি (, ৯) এমডি নিদেশ (বোল্ড(, ৯) বাসিল থাম্পি (বোল্ড, ১০) সৌন রজার (ক্যাচ)। হরিয়ানার এই ম্যাচে হরিয়ানার অধিনায়ক অঙ্কিত কুমার ও কেরলকে নেতৃত্ব দিচ্ছেন সচিন বেবি।

এক নজরে দেখে নেওয়া যাক ইনিংসে দশ উইকেট নিয়ে পাঁচটি তথ্য- 

১) দূষণে নজির: রোহতাকের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে কেরলের প্রথম ইনিংসের দশটি উইকেট নেন আনশুল কাম্বোজ। সেই সময় রোহতাকে বায়ূদূষণের মাত্রা ছিল চরমে। এয়ার কোয়ালিটি ইনজেক্স বা বায়ুদূষণের মাত্রা রোহতাকে ছিল ৩৬৬। যে বায়ুতে কিছুক্ষণ বাইরে থাকলেই গা গুলিয়ে উঠে পেটে ব্যথা হতে পারে। সেই মাঠেই পারফেক্ট টেনের নজির গড়লেন কাম্বুজ।

২) ত্রয়ী: আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনজন ক্রিকেটার টেস্টে ইনিংসে দশ উইকেট পেয়েছেন। ১) জিম লেকার (১০/৫৩, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ম্যানচেস্টারে, ১৯৫৬) ২) অনিল কুম্বলে (১০/ ৭৪, পাকিস্তানের বিরুদ্ধে, কোটলা, ১৯৯৯) ও ৩) আজাজ প্যাটেল (১০/১১৯, ভারতের বিরুদ্ধে, মুম্বই,২০২১)

৩) মোহান্তির ম্যাজিক আনশুলের আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষবার কোনও ভারতীয় ক্রিকেটার যিনি ইনিংসে দশ উইকেট পান, তিনি হলেন ওডিশার পেসার দেবাশীষ মোহান্তি। ২০০০-০১ মরসুমে পূর্বাঞ্চলের হয়ে খেলে দলীপ ট্রফিতে মোহান্তি 'পারফেক্ট টেন'-এর নজির গড়েন দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। মোহান্তির দশের শিকার ছিলেন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণরাও।

৪) রঞ্জিতে তৃতীয়- রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির গড়লেন কাম্বোজ। প্রসঙ্গত, রঞ্জি ট্রফিতে এক ইনিংসে প্রথমবার দশ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন বাংলার প্রেমাংশ চ্যাটার্জি (১৯৫৬ সালে অসমের বিরুদ্ধে, ১০/২০)। সেই নজিরের ২৯ বছর পর রাজস্থানের প্রদীপ সুন্দেরাম (১০/৭৮, বিদর্ভের বিরুদ্ধে, ১৯৮৫ সাল) ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর রঞ্জিতে তৃতীয় বোলার হিসেবে ইনিংসের সব কটা উইকেটেই তুলে নিলেন হরিয়ানার আনশুল কাম্বোজ (১০/৪৯, কেরলের বিরুদ্ধে, রোহতাকে)। পাশাপাশি পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে 'পারফেক্ট টেন'-এর রেকর্ড গড়লেন কার্নেলের পেসার। ভারতীয় ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে দশটি উইকেট নেওয়া বোলাররা হলেন -১) প্রেমাংশু চ্যাটার্জি, ২) প্রদীপ সুন্দরম, ৩) সুভাষ গুপ্তে, ৪) অনিল কুম্বলে, ৫) দেবাশীষ মোহান্তি ও ৬) আনশুল কাম্বুজ।

৫) কৃপণতম দশ: এক ইনিংসে সবচেয়ে কম রান দিয়ে সব কটি উইকেট পাওয়ার নজির ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারে এইচ ভেরিটি-র (১০/১০, ১৯৩২ সালে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now