IPL Auction 2025 Live

NZ PM XI vs ENG: ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি ম্যাচে কিউই প্রধানমন্ত্রী একাদশে ভারতীয় বংশোদ্ভূত তরুণ স্নেহিত রেড্ডি

এই দলে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ। নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টসের স্নেহিত রেড্ডি ১৭ বছর বয়সী প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার। রেড্ডি ফেব্রুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন

Snehith Reddy (Photo Credit: T20 World Cup/ X)

NZ PM XI vs ENG: আগামীকাল নিউজিল্যান্ডের তরুণ প্রতিভারা কুইন্সটাউনের স্যার জন ডেভিস ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের টেস্ট সুপারস্টারদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। আগামী বৃহস্পতিবার হ্যাগলি ওভালে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে এই ম্যাচটি অধিনায়ক বেন স্টোকস এবং তার দলের প্রস্তুতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ম্যাচে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুক্সনের উপস্থিতির সম্মানে সাধারণত 'নিউজিল্যান্ড একাদশ' নামে পরিচিত দল 'প্রধানমন্ত্রীর একাদশ' নামে খেলবে। এই দলে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ। নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টসের স্নেহিত রেড্ডি (Snehith Reddy) ১৭ বছর বয়সী প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার। রেড্ডি ফেব্রুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন। পাকিস্তানের ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে চাইবে। এদিকে ভারতকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কিউইরা। AUS PM XI vs IND: পিঙ্ক বল টেস্টের প্রস্তুতিতে ভারতের বিপক্ষে দল ঘোষণা অজি প্রধানমন্ত্রী একাদশের

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী একাদশ বনাম ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচঃ ২৩ থেকে ২৪ নভেম্বর কুইন্সটাউনের স্যার জন ডেভিস ওভালে আয়োজিত হবে এই ম্যাচ।

ইংল্যান্ডের স্কোয়াডঃ জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক) জর্ডান কক্স (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জ্যাক লিচ, অলি স্টোন, শোয়েব বশির, ব্রাইডন কার্স, রেহান আহমেদ, জ্যাক বেথেল, ম্যাথু পটস।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি

প্রথম টেস্ট- ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে

দ্বিতীয় টেস্ট- ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে ওয়েলিংটনের সেলো বেসিন রিজার্ভে

তৃতীয় টেস্ট- ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে হ্যামিল্টনের সেডন পার্কে