ENG vs AFG, ICC ODI World Cup Live Streaming: বিশ্বকাপে প্রথম জয় কি তুলবে আফগানরা নাকি শক্তি প্রদর্শন করবে বাটলার বাহিনী; সরাসরি দেখবেন যেখানে

ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।

ENG vs AFG, CWC 2023 (Photo Credits: ICC/ X)

আজ ১৫ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই ম্যাচে জয়-পরাজয় নিয়ে এখন পর্যন্ত ভালোই পারফর্ম করেছে ইংল্যান্ড। অন্যদিকে আফগানিস্তানকে তাদের পারফরমেন্সের দিকে নজর দিতে হবে। দুই ম্যাচেই তারা হেরেছে। পয়েন্ট টেবিলে তারা যথাক্রমে পঞ্চম ও নবম স্থানে রয়েছে। ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলে, যেখানে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রত্যাশিতভাবেই বাংলাদেশের বোলিং লাইন-আপকে বিপর্যস্ত করে দিয়ে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। বেয়ারস্টো ও রুটের হাফ-সেঞ্চুরি ও দাওয়িদ মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৬৪ রানের বিশাল পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকা বাংলাদেশ কখনই সেই শুরুটা করতে পারেনি এবং শেষ পর্যন্ত ১৩৭ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে যায় তারা।

অন্যদিকে, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা ভালো হলেও পরপর বেশ কয়েকটি উইকেট হারায় তারা। শাহিদি-ওমরজাইয়ের জুটিতে যোগ হয় ১০১ রান। যা দেখে মনে হচ্ছিল তারা বিশাল স্কোরে পৌঁছবে। কিন্তু বুমরাহ ফিরে এসে তাদের থামান ২৭২ রানে। ৮৪ বলে ১৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। তাঁর সঙ্গী ছিলেন অন্যান্যরা এবং ১৫ ওভার বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। Afghanistan Cricket Donates Match Fees: একাধিক ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের ত্রাণ সহায়তায় ম্যাচ ফি দান আফগান ক্রিকেটারদের

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: দাওয়িদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, হ্যারি ব্রুক/বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস/ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, রাশিদ খান, ফজল-হক ফারুকী, নবীন-উল-হক।

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?

১৫ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান।

কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?

ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ

সরাসরি টিভিতে ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ

সরাসরি অনলাইনে ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now