East Zone vs Central Zone, Day 4 Duleep Trophy Live Streaming: ৬ উইকেট খুইয়ে বিপাকে পূর্বাঞ্চল, জয়ের জন্য প্রয়োজন ২৩১ রান, সরাসরি দেখবেন যেখানে
মধ্যাঞ্চল- ১৮২, ২৩৯ এবং পূর্বাঞ্চল- ১২২, ৬৯/৬; পিছিয়ে ২৩১ রানে
ভারতের ঘরোয়া ক্রিকেটের আন্তঃ-আঞ্চলিক দলীপ ট্রফির আজ চতুর্থ দিন। দলীপ ট্রফিতে শাহবাজ নাদিমকে সহ-অধিনায়ক করে পূর্বাঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরন। শুক্রবার মধ্যাঞ্চলের বিপক্ষে আলুরে তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৬৯ রানে বিপাকে পূর্বাঞ্চল। বিনা উইকেটে ৬৪ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চলের ওপেনার হিমাংশু মন্ত্রী ও বিবেক সিং তাদের নিজ নিজ হাফ সেঞ্চুরি করে প্রথম উইকেটের জন্য ১২৪ রানের জুটি গড়েন। শাহবাজ নাদিম এবং রিয়ান পরাগের ২টি উইকেট অন্যদিকে পেসার শাহবাজ আহমেদ ও ইশান পোরেল তিনটি করে উইকেট নিয়ে মধ্যাঞ্চলকে ২৩৯ রানে গুটিয়ে দিতে সক্ষম হন। জয়ের জন্য ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামিকে সহজেই হারায় পূর্বাঞ্চল। বাঁহাতি স্পিনার সৌরভ কুমার টপ অর্ডারে চার উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং নমুনা দেখান। এখনও জয়ের জন্য প্রয়োজন ২৩১ রান। West Indies Training Squad, IND vs WI Test Series: জেসন হোল্ডার ও নিকোলাস পুরানকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন দল ঘোষণা
কবে, কোথায় আয়োজিত হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
১ জুলাই বেঙ্গালুরুর কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ড, আলুর (KSCA Cricket Ground, Alur) দলীপ ট্রফিতে চতুর্থ দিনে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।
কখন থেকে শুরু হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
২০২৩ দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।