Durban Super Giants vs Joburg Super Kings, SA20 Live Streaming: ডার্বান সুপার জায়ান্টস বনাম জোবার্গ সুপার কিংস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর ডার্বান সুপার জায়ান্টস বনাম জোবার্গ সুপার কিংস জেনে নিন
বুধবার ১১ জানুয়ারি এসএ২০ ২০২৩ (SA20 2023) সালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ডারবান সুপার জায়ান্টস (Durban Super Giants) ও জোবার্গ সুপার কিংস (Joburg Super Kings)। ডারবানের অধিনায়কত্ব করবেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। জনসন চার্লস (Johnson Charles) ডি ককের সঙ্গে ওপেন করতে পারেন। মিডল অর্ডারে হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ও ক্রিশ্চিয়ানো জোঙ্কার (Christiaan Jonker) অনেক শক্তি নিয়ে আসবেন। জেসন হোল্ডার (Jason Holder), ডোয়াইন প্রিটোরিয়াসের (Dwaine Pretorius) মতো অলরাউন্ডারদের ওপর অনেক কিছু নির্ভর করবে। কেশব মহারাজ (Keshav Maharaj) ও আকিলা ধনঞ্জয়কে (Akila Dananjaya) স্পিন বোলিং বিভাগের দায়িত্ব নিতে হবে। দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে রয়েছেন রিস টপলি (Reece Topley)। এদিকে জোবার্গ সুপার কিংসের অধিনায়কত্ব করবেন ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। জানেমান মালান (Janneman Malan) ও কাইল ভেরেইন (Kyle Verreynne) দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ পারফরমেন্স করেছেন, তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে কিংসরা মুখিয়ে থাকবে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি আলজারি জোসেফের (Alzarri Joseph) আত্মবিশ্বাস উঁচুতে থাকবে। রোমারিও শেফার্ড (Romario Shepherd) অলরাউন্ডার হিসেবে অনেক বেশি কার্যকর।
কবে, কোথায় আয়োজিত হবে ডার্বান সুপার জায়ান্টস বনাম জোবার্গ সুপার কিংস?
১১ জানুয়ারি, কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবানে (Kingsmead Cricket Ground, Durban) ডার্বান সুপার জায়ান্টস বনাম জোবার্গ সুপার কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ডার্বান সুপার জায়ান্টস বনাম জোবার্গ সুপার কিংস?
এসএ২০ ২০২৩-এর ডার্বান সুপার জায়ান্টস বনাম জোবার্গ সুপার কিংস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৯ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)