Duleep Trophy 2024, Day 2 Scorecard: শ্রেয়সের বোলিংয়ে জাগল ময়ঙ্কদের বিপক্ষে আশা , রুতুরাজদের রানের পাহাড়ে পিছিয়ে ঈশ্বরণরা
ফের ব্যাটিংয়ে নেমে ভারত 'ডি' এর স্কোর- ১১৫/১ যেখানে একমাত্র উইকেট পেয়েছেন শ্রেয়স আইয়ার এবং ২২২ রানে পিছিয়ে রয়েছে তারা অন্যদিকে, অবশেষে অর্ধশতকের দেখা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। এন জগদীশনের সঙ্গে তাঁর জুটি দিনের শেষ দলকে বিনা উইকেট খুইয়ে ১২৪ রানে নিয়ে যায়
শামস মুলানি তার প্রথম শ্রেণির সেঞ্চুরি মিস করায় সকালের সেশনে ভারত 'ডি' তাদের প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে যায়। এরপর ব্যাট করতে নেমে ভারত 'এ'-এর ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন খলিল আহমেদ এবং আকিব খান। দেবদত্ত পাড্ডিকল ৯২ রান করলেও বাকিরা অসমর্থ হওয়ায় দল ১৮৩ রানে গুটিয়ে যায়। ফের ব্যাটিংয়ে নেমে ভারত 'ডি' এর স্কোর- ১১৫/১ যেখানে একমাত্র উইকেট পেয়েছেন শ্রেয়স আইয়ার এবং ২২২ রানে পিছিয়ে রয়েছে তারা। অন্য ম্যাচে, ভারত 'সি' ইশান কিষাণের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভিত্তি করে ৫২৫ রানের বিশাল স্কোরে ইনিংস শেষ করে। আর কেউ শতক না করলেও বাবা ইন্দ্রজিত (৭৮) এবং মানব সুথার (৮২) ভালো খেলেছেন। সারাদিনের ব্যাটিংয়ের পর এখন ভারত 'বি'-এর হয়ে ব্যাটিং করে অবশেষে অর্ধশতকের দেখা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। এন জগদীশনের সঙ্গে তাঁর জুটি দিনের শেষ দলকে বিনা উইকেট খুইয়ে ১২৪ রানে নিয়ে যায়। Duleep Trophy 2024, Day 1 Scorecard: শামস মুলানির ব্যাটিংয়ে এগিয়ে ভারত 'এ', দলীপ ট্রফিতে ফিরেই শতক ইশান কিষাণের
ভারত 'এ' বনাম ভারত 'ডি', দলীপ ট্রফি দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় দিন স্কোরকার্ড
ভারত 'বি' বনাম ভারত 'সি', দলীপ ট্রফি দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় দিন স্কোরকার্ড
শ্রেয়স আইয়ের বোলিং কেরামতি