Sunil Narine's 150 Wickets In IPL: প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের মালিক সুনীল নারাইন
প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের (150 Wickets In IPL) মালিক হলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) সুনীল নারাইন (Sunil Narine)। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নিজের তৃতীয় ওভারে ললিত যাদবের উইকেট নিয়ে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। আইপিএলের ইতিহাসে সুনীল নারাইন হলেন ষষ্ঠ ক্রিকেটার, যিনি দেড়শো উইকেট শিকার করলেন।
প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের (150 Wickets In IPL) মালিক হলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) সুনীল নারাইন (Sunil Narine)। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নিজের তৃতীয় ওভারে ললিত যাদবের উইকেট নিয়ে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। আইপিএলের ইতিহাসে সুনীল নারাইন হলেন ষষ্ঠ ক্রিকেটার, যিনি দেড়শো উইকেট শিকার করলেন।
মেগা নিলামের নারাইনকে আগে ৬ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছিল। এই মরসুমে বল হাতে বেশ ভাল ছন্দে রয়েছেন সুনীল। ৬ ম্যাচে তুলে নিয়েছেন ৪ উইকেট। ওভার প্রতি মাত্র ৫ রান দিয়েছেন তিনি। আরও পড়ুন: Ben Stokes Named England Test Captain: ইংল্যান্ড ক্রিকেটের নতুন টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস
নারাইন আইপিএলে সবচেয়ে কঠিন স্পিনারদের মধ্যে একজন। ওয়েস্ট ইন্ডিজ তারকা ভবিষ্যতেও কেকেআরের প্রতিনিধিত্ব করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন।