CSK Track Record in Final: আইপিএল ফাইনালে কেমন খেলে ধোনির দল, জানুন ট্র্যাক রেকর্ড

আইপিএলে সর্বাধিক প্লে-অফ এবং ফাইনাল খেলার রেকর্ড তাদের দখলে

CSK Captain MS Dhoni (Photo Credit: IPL/ Twitter)

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স (জিটি) বনাম চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ধোনি কি পঞ্চমবার অধিনায়ক হিসেবে ট্রফি জিতে রোহিত শর্মার রেকর্ডের সমকক্ষ হবেন নাকি পরপর দু'বছরে তৃতীয় অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া? এই মুহূর্তে দু'দলের ক্রিকেটাররা দুরন্ত ফর্মে থাকায় এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তার আগে জেনে নেওয়া যাক আইপিএল ফাইনালে ধোনির দল ট্র্যাক রেকর্ড। চেন্নাই সুপার কিংস চারবার ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে আইপিএল শিরোপা জিতেছে। শুধু তাই নয় আইপিএলে সব দলের মধ্যে সর্বোচ্চ জয়ের হার রয়েছে তাঁদের। চেন্নাইয়ের জয়ের হার ৫৮.০৩%। এছাড়া আইপিএল-এর প্লে-অফে মাহির দল মোট ১২ বার ও ফাইনালে ১০ বার খেলেছে।

চেন্নাইয়ের ট্র্যাক রেকর্ড

- সর্বমোট ২২৪টি ম্যাচে ১২৯টি জয় পেয়েছে তারা।

-আইপিএলে সর্বাধিক প্লে-অফ এবং ফাইনাল খেলার রেকর্ড তাদের দখলে।

-চেন্নাইয়ের ধারাবাহিকতা দুর্দান্ত। ২০২০ ও ২০২২ সাল বাদ দিয়ে প্রতিটি মরসুমেই তারা প্লে-অফ/সেমিতে জায়গা করে নিয়েছে।

-২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও চ্যাম্পিয়ন হয়েছে তারা।

-মহেন্দ্র সিং ধোনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি আইপিএল জিতেছেন।

-২০০৯ সালে ডারবানে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১১৬ রান করে সিএসকে। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটে ৯২ রানে আটকে দিয়ে ইতিহাস গড়ে চেন্নাই স্পিনাররা।



@endif