Sandeep Lamichhane: অবশেষে জামিন পেলেন নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত নেপালি ক্রিকেটার সন্দীপ লামিচানে

অবশেষে জামিন পেলেন নেপালের প্রাক্তন অধিনায়ক ও তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। বৃহস্পতিবার নেপালের একটি কোর্ট তাঁকে জামিন দেয়। তবে ওই নেপালি ক্রিকেটার জেল থেকে মুক্তি পাবেন শুক্রবার।

Sandeep Lamichhane

কাটমাণ্ডু: অবশেষে জামিন (bail) পেলেন নেপালের প্রাক্তন অধিনায়ক ও তারকা ক্রিকেটার (Nepal star cricketer) সন্দীপ লামিচানে (Sandeep Lamichhane)। বৃহস্পতিবার নেপালের একটি কোর্ট তাঁকে জামিন দেয়। তবে ওই নেপালি ক্রিকেটার জেল থেকে মুক্তি পাবেন শুক্রবার।

এপ্রসঙ্গে লামিচানের আইনজীবী সারোজ ঘিমায়ার জানান, সন্দীপকে বিদেশ ভ্রমণের (travelling abroad) উপর কিছু শর্ত-সহ ২০ লক্ষ টাকায় জামিন দেয় আদালত। আগামীকাল তিনি জেল থেকে মুক্তি পাবেন।

তিনমাস আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে। তারপর থেকে পলাতক থাকার পরে তাঁকে ধরতে ইন্টারপোলের (Interpol) সাহায্য নেয় নেপাল পুলিশ (Nepal Police)। গত বৃহস্পতিবার সকালে তিনি নেপালে ফিরে আসেন তারপর থেকেই জেরা চলছিল। তবে এই অভিযোগ ওঠার পর থেকে বারবার নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন সন্দীপ।

সেপ্টেম্বরের ৬ তারিখ নেপাল পুলিশের কাছে লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে এক নাবালিকা। পরেরদিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সন্দীপের নামে। এমনকী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করে নেপাল ক্রিকেট বোর্ড। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ বলে দাবি করে একটি পোস্ট করেন সন্দীপ। জানান, ক্যরিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে মাঝপথে বিরতি নিয়ে দেশে ফিরে আসবেন। তারপর আইনি লড়াই করে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত করবেন।

কিন্তু, এই দাবি করার পরেও দীর্ঘদিন বেপাত্তা ছিলেন সন্দীপ। শেষ পর্যন্ত নেপাল পুলিশের মনে হয়েছে, ইন্টারপোলের সাহায্য ছাড়া সন্দীপকে নেপালে ফিরিয়ে আনা সম্ভব নয়। সন্দীপের বিরুদ্ধে নোটিস জারি করে ইন্টারপোল। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে দু’বছর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। মোট ন’টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছিলেন এই স্পিনার। নেপালের একমাত্র খেলোয়াড় হিসাবে আইপিএলে (IPL) সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর থেকেই নেপাল ক্রিকেটের পোস্টার বয় (Poster boy) হিসেবে উঠে আসেন।