Cricketer Dies in Surat: খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৩২ বছরের ক্রিকেটারের

১৮ বলে ৪১ রান করেন তখন তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তখন নিমেষকে সুরাতের ইউনাইটেড গ্রিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Cricket (Representational Image) (Photo Credit: Twitter)

সুরাট, ১০ মার্চ: রবিবার সুরাট জেলার ওলপাড (Olpad) তালুকের নরথান (Narthan) গ্রামে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩২ বছরের এক ক্রিকেটারের। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, কেএনভিএসএস একতা গ্রুপ (KNVSS Ekta Group) আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে যেখানে আটটি দল অংশ নেয়। সেই সময় খেলা চলাকালীন নিমেষ আহিরের (Nimesh Ahir) বুকে ব্যথা হয়।

এক দলের অধিনায়ক ভাবিক প্যাটেলের জানান, খেলোয়াড়রা মাঠে ছিল। নিমেষ আহির যখন ১৮ বলে ৪১ রান করেন তখন তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তখন নিমেষকে সুরাতের ইউনাইটেড গ্রিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এনসিএইচ-এর (NCH) চিফ মেডিক্যাল অফিসার ডাঃ ডিপি মণ্ডল বলেন, পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এর আগে তাঁর অন্য কোনও রোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা ও রাজ্য স্তরে খেলা আহির পরিবহণের ব্যবসাও করেন। স্ত্রী ও কন্যাকে নিয়ে তাঁর সংসার।



@endif