Cricket in Asian Games 2026: জাপানে আয়োজিত ২০২৬ এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
জাপানে আয়োজিত আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬ (Aichi-Nagoya Asian Games 2026)-এ ক্রিকেট থাকছে। সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (Olympic Council of Asia) পরিচালনা পর্ষদের ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Cricket in Asian Games 2026: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে আয়োজিত আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬ (Aichi-Nagoya Asian Games 2026)-এ ক্রিকেট থাকছে। সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (Olympic Council of Asia) পরিচালনা পর্ষদের ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মার্শাল আর্টকেও আগামী বছর এশিয়ান গেমসে যোগ করা হয়েছে। চতুর্থবারের মতো এরকম মাল্টি-গেমস ফরম্যাটে আয়োজিত হবে ক্রিকেট। গত ২০১০ সালের এশিয়ান গেমস ভিতরে গুয়াংঝু এবং তারপরে ২০১৪ সালে ইনচিয়নে ক্রিকেট থাকলেও এই গেমসকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়নি। তবে, ২০২৩ সালে হাংঝুতে এশিয়ান গেমসে ক্রিকেট ফিরে আসে, তখন থেকে এই ম্যাচগুলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক হিসাবে বিবেচিত হওয়া শুরু হয়। Cricket, LA Olympics 2028: এলএ ২০২৮ অলিম্পিকে ক্রিকেট নিয়ে বড় ঘোষণা! দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তৈরি হবে অস্থায়ী স্টেডিয়াম
২০২৬ এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
গতবার পুরুষ ও মহিলা বিভাগে ভারত স্বর্ণপদক জিতেছিল। বাংলাদেশ দুই বিভাগেই ব্রোঞ্জ পদক জিতেছিল। পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলঙ্কা রূপোর পদক জিতেছিল। এই দেশগুলো ছাড়া পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, মঙ্গোলিয়া, হংকং, জাপান, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া অংশ নেয়। এখন জাপানের আইচি প্রিফেকচারে সমস্ত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সেখানে কোথাও ম্যাচ আয়োজিত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। গতবারের মতো এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ম্যাচগুলো। এদিকে, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যোগ করায় আশা করা যায় বিশ্বব্যাপী এই খেলাটিকে ঘিরে আগ্রহ বাড়ানো সম্ভব হবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)