CSK vs MI Match Tickets: আজ থেকে শুরু হল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের টিকিট বিক্রি, জেনে নিন কোথায় কিনবেন

আইপিএল ২০২৫-এ CSK বনাম MI ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ, ১৯ মার্চ সকাল সোয়া ১০টা থেকে। সিএসকে বনাম এমআই ম্যাচের টিকিট শুধুমাত্র chennaisuperkings.com ও district.in পাওয়া যাবে।

CSK vs MI IPL 2025 Tickets (Photo Credits: X)

CSK Match Tickets: আইপিএল ২০২৫ (IPL 2025)-এর এল ক্লাসিকোয় ২৩ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স গত মরসুমে টেবিলের তলানিতে শেষ করে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে আম্বানির এই ফ্র্যাঞ্চাইজি গতবার ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিততে পারে। অন্যদিকে, নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অধীনে সিএসকে গতবার প্রথম মরসুম খেলে। ভালো খেললেও নেট রান রেটে (এনআরআর) শীর্ষ চারের বাইরে অভিযান শেষ করতে হয় তাদের। সিএসকে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উভয়ই ১৪ পয়েন্টে শেষ করে। কিন্তু আরসিবির আরও ভাল এনআরআরের কারণে প্লে-অফে জায়গা করে নেয়। তবে এই দুই দলই আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল। তাই তাদের মাঠে নামতে দেখার অপেক্ষায় রয়েছে সমর্থকরা। সেই কারণে ভক্তরা টিকিট কিনতে আগ্রহী, এখানে সেই বিষয়ে সব জানানো হল। How to Buy KKR Tickets? কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচের টিকিট কোথায় এবং কীভাবে কিনবেন?

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের টিকিট

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের টিকিট কোথায় এবং কীভাবে কিনবেন?

আইপিএল ২০২৫-এ CSK বনাম MI ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ, ১৯ মার্চ সকাল সোয়া ১০টা থেকে।

সিএসকে বনাম এমআই ম্যাচের টিকিটের দাম সবচেয়ে কম ১৭০০ টাকা, এরপর ২৫০০ টাকা, তারপর ৩৫০০, এর চেয়ে দামী হল ৪০০০ এবং সবচেয়ে দামী ফ্যানদের জন্য টিকিট হল ৭৫০০ টাকার। সিএসকে বনাম এমআই ম্যাচের টিকিট শুধুমাত্র chennaisuperkings.com ও district.in পাওয়া যাবে। টিকিট ফেরতযোগ্য নয়, মানে একবার কিনলে সেটা বাতিল করা যাবে না। তবে একটি বলও না খেলে ম্যাচ বাতিল হলে তবেই তা পুরোপুরি টাকা ফেরত দেওয়া হবে। একজন ফ্যান এক ক্যাটাগরিতে সবচেয়ে বেশী দুটি টিকিট কিনতে পারবেন। সিএসকে বনাম এমআই আইপিএল ২০২৫-এর ডিজিটাল টিকিট ম্যাচ শুরুর ছয় ঘণ্টা আগে পর্যন্ত অন্য কাউকে ট্রান্সফার করা যাবে। এছাড়া বক্স টিকিটগুলি জনসাধারণের জন্য উপলব্ধ নয়। সেগুলি আলাদাভাবে বিক্রি হবে ভিআইপিদের কাছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement