India vs England 5th T20: আজ পঞ্চম টি-২০ তে মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
আজ টি ২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে মুখামুখি হবে ভারত ও ইংল্যান্ড (India vs England 5th T20)। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে কোহলি বাহিনী। আজকের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩৬১ রান হয়। সূর্যকুমার যাদব দলে ফিরেই দারুন পারফরম্যান্স তুলে ধরেন। বোলিং বিভাগে রাহুল চাহারও দুটি উইকেট নিয়ে নির্বাচকদের সঠিক প্রমাণ করেছিলেন। আজ দলে একটি বা দুটি পরিবর্তন করলেও করতে পারেন কোহলি। কেএল রাহুলের জায়গায় ফের খেলতে দেখা যেতে পারে ইশান কিষাণকে। রাহুল এই সিরিজে পুরোপুরি ব্যর্থ বলা যায়। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান ফর্মের ভিত্তিতে সেরা ১১ খেলাতে হবে বিরাটকে। শনিবার খেলা শুরুর আগে কোনও খেলোয়াড় আহত না হলে ইংল্যান্ডও সেরা এগারো ধরে রাখতে পারে।
আজ টি ২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে মুখামুখি হবে ভারত ও ইংল্যান্ড (India vs England 5th T20)। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে কোহলি বাহিনী। আজকের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩৬১ রান হয়। সূর্যকুমার যাদব দলে ফিরেই দারুন পারফরম্যান্স তুলে ধরেন। বোলিং বিভাগে রাহুল চাহারও দুটি উইকেট নিয়ে নির্বাচকদের সঠিক প্রমাণ করেছিলেন।
আজ দলে একটি বা দুটি পরিবর্তন করলেও করতে পারেন কোহলি। কেএল রাহুলের জায়গায় ফের খেলতে দেখা যেতে পারে ইশান কিষাণকে। রাহুল এই সিরিজে পুরোপুরি ব্যর্থ বলা যায়। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান ফর্মের ভিত্তিতে সেরা ১১ খেলাতে হবে বিরাটকে। শনিবার খেলা শুরুর আগে কোনও খেলোয়াড় আহত না হলে ইংল্যান্ডও সেরা এগারো ধরে রাখতে পারে। আরও পড়ুন: Chris Gayle Thanks India For Vaccine: জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড ভ্যাকসিন, ভারতকে ধন্যবাদ জানালেন ক্রিকেটার ক্রিস গেইল
ভারতর সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ইশান কিষাণ / কেএল রাহুল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রায়, জোস বাটলার, দাউদ মালান, জনি বেয়ারস্টো, ইইন মরগান, বেন স্টোকস, স্যাম কুরান, জোফরা আর্চার, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।
পিচ রিপোর্ট: মোতেরায় আগে ব্যাট করা দল ম্যাচ জিতছে। পঞ্চম টি-২০ তেও একই পিচে খেলা হবে বলে আভাস দিয়েছেন কিউরেটর। বল পড়ে ব্যাটে আসবে। স্পিনাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন।
পরিসংখ্যান: ইংল্যান্ড ও ভারত এর আগে ১৮টি টি-২০ ম্যাচ খেলেছে। ইংল্যান্ড ৯টি ও ভারত ৯টি ম্যাচ জিতেছে।