IPL 2024 Auction: ১০০ কোটির বাজেট, ডিসেম্বর দুবাইয়ে আয়োজিত আগামী আইপিএলের নিলাম; জানুন বিস্তারিত

২০২৪ মরসুমের স্কোয়াড গঠনের জন্য প্রতিটি দলের কাছে ১০০ কোটির বাজেট থাকবে, গত মরসুমের বাজেট ছিল ৯৫ কোটি টাকা। নিলামের দিন প্রতিটি দলকে কতটা ব্যয় করতে হবে তা নির্ভর করে তারা যে খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে সেই মূল্য, পাশাপাশি ২০২৩ সালের নিলামে অব্যয়িত অর্থের ওপর

IPL 2024 Auction (Photo Credit: Cricket Enthusiast/ X)

আগামী ২০২৪ মরসুমের আগে আইপিএলের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে। এবারই প্রথম বিদেশে নিলাম অনুষ্ঠিত হবে। ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় ওয়ানডের সময় এই ইভেন্টটি ১৯ ডিসেম্বর গ্কেবেরায় (Gqeberha) আয়োজিত হবে। আইপিএলের দশটি দল আগামী ১৫ নভেম্বর পর্যন্ত তাদের খেলোয়াড়দের তালিকা জমা দেবে, এর পর ডিসেম্বরের প্রথম দিকে নিলামের পুল চূড়ান্ত করা হবে। ২০২৪ মরসুমের স্কোয়াড গঠনের জন্য প্রতিটি দলের কাছে ১০০ কোটির বাজেট থাকবে, গত মরসুমের বাজেট ছিল ৯৫ কোটি টাকা। নিলামের দিন প্রতিটি দলকে কতটা ব্যয় করতে হবে তা নির্ভর করে তারা যে খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে সেই মূল্য, পাশাপাশি ২০২৩ সালের নিলামে অব্যয়িত অর্থের ওপর। Most Runs by Bowler in ODI: ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান দিলেন নেদারল্যান্ডসের বাস ডি লিড, জেনে নিন তালিকা

এক নজরে আইপিএল দলের বাজেটের খুঁটিনাটি

-পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে বর্তমানে সবচেয়ে বেশি ১২.২০ কোটি টাকা রয়েছে।

-মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে সবচেয়ে কম ০.০৫ কোটি টাকা রয়েছে।

-সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) রয়েছে ৬.৫৫ কোটি টাকা।

-গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দু'দলেরই রয়েছে ৪.৪৫ কোটি টাকা।

-লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) রয়েছে ৩.৫৫ কোটি টাকা।

-রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) রয়েছে ৩.৩৫ কোটি টাকা।

-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) রয়েছে ১.৭৫ কোটি টাকা।

-কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) রয়েছে ১.৬৫ কোটি টাকা।

-বর্তমান বিজয়ী চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) রয়েছে দেড় কোটি টাকা।

শুধুমাত্র একটি দিনব্যাপী ইভেন্ট হওয়া সত্ত্বেও প্রতি চার বছরের মেগা নিলামের তুলনায় মিনি নিলামে সবচেয়ে ব্যয়বহুল কিছু খেলোয়াড় কেনা হয়েছে, বিশেষ করে বিদেশী খেলোয়াড় বিভাগে। ২০২৩ মরসুমের আগে স্যাম কারান (Sam Curran) আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। গত বছর ডিসেম্বরে তাঁকে ১৮.৫ কোটি টাকায় কিনেছিল পঞ্জাব।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now