Asia Cup 2020: বাতিল এশিয়া কাপ, ঘোষণা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির

করোনাভাইরাসের কারণে এবার বাতিল হয়ে গেল এশিয়া কাপ (Asia Cup 2020)। বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (BCCI president Sourav Ganguly) এই খবর দেন। এশিয়া কাপ ২০২০ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল।"স্পোর্টস টক ইনস্টাগ্রাম লাইভ সেশনে সৌরভ বলেন, এশিয়া কাপ বাতিল হো চুকা হ্যায়, জো সেপ্টেম্বর মে থা (এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল)।" যদিও এখনও পর্যন্ত টুর্নামেন্টের আয়োজক দেশের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

এশিয়া কাপ (Photo: Twitter)

করোনাভাইরাসের কারণে এবার বাতিল হয়ে গেল এশিয়া কাপ (Asia Cup 2020)। বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (BCCI president Sourav Ganguly) এই খবর দেন। এশিয়া কাপ ২০২০ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল।"স্পোর্টস টক ইনস্টাগ্রাম লাইভ সেশনে সৌরভ বলেন, এশিয়া কাপ বাতিল হো চুকা হ্যায়, জো সেপ্টেম্বর মে থা (এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল)।" যদিও এখনও পর্যন্ত টুর্নামেন্টের আয়োজক দেশের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যতও বিশ বাও জলে। টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই। এদিকে এশিয়া কাপ বাতিল হয়ে যাওয়াতে আইপিএল আয়োজনের দরজা খানিকটা খুলে গেল বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: IPL 2020 Update: ঘরের মাঠেই আইপিএল আয়োজন অগ্রাধিকার: সৌরভ গাঙ্গুলি

এশিয়া কাপের বাতিল হওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই পদক্ষেপ সম্পর্কে অবগত নেই বলে জানিয়েছেন।