Saurav Ganguly: সৌরভ গাঙ্গুলিকে মহারাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত CAB, সভাপতি দাদাকে অভিনন্দন জানাতে ইডেনে আজ জমকালো অনুষ্ঠান
আজ শহরে উপস্থিত হয়েছেন বিসিসিআই সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। আজ ইডেনে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে জমকালো সংবর্ধনা দেবে সিএবি। সৌরভ গাঙ্গুলির সংর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণ। তিনি বোর্ড সভাপতির দায়িত্ব নিয়েছেন বুধবার, বৃহস্পতিবার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বৈঠক ছিল। এরপর রাতেই কলকাতায় ফিরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
কলকাতা, ২৫ অক্টোবর: Saurav Ganguly Will Be Felicitated By CAB: আজ শহরে উপস্থিত রয়েছেন বিসিসিআই (BCCI) সভাপতি (President)তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি (Saurav Ganguly)। আজ ইডেনে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে জমকালো সংবর্ধনা দেবে সিএবি (CAB)। সৌরভ গাঙ্গুলির সংর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। তিনি বোর্ড সভাপতির দায়িত্ব নিয়েছেন বুধবার, বৃহস্পতিবার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বৈঠক ছিল। এরপর রাতেই কলকাতায় ফিরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বোর্ড সভাপতি হয়ে শহরে ফেরার পরই জমকালো অভ্যর্থনায় সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানিয়েছিল সিএবি। এবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) লনে নতুন বোর্ড সভাপতিকে জমকালো সংবর্ধনা (Felicitation) দিতে চলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। জগমোহন ডালমিয়ার পর বাংলা থেকে আবার যিনি ভারতীয় ক্রিকেটের মসনদে বসলেন তিনি বাংলার মহারাজ। সিএবি-র প্রাক্তন আর বর্তমান প্রশাসকদের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হবে রুপোর ফলক। থাকছে মহারাজকে নিয়ে তৈরি বিশেষ তথ্যচিত্র। আরও পড়ুন, বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক রোহিত শর্মা, দলে সঞ্জু স্যামসন, শিবম দুবে
এইদিন সৌরভ গাঙ্গুলির সঙ্গে একই মঞ্চে সংবর্ধিত করা হবে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক মালহোত্রাকে (Ashok Malhotra)। শহর জুড়ে এক নাগাড়ে বৃষ্টি চলছে গত দুদিন ধরে। সৌরভের সংবর্ধনা অনুষ্ঠানে বৃষ্টি যাতে কোনও ব্যাঘাত ঘটাতে না পারে তারও ব্যবস্থা করছে সিএবি।