Bangladesh Women's Cricket Team: দীর্ঘ ১০ বছর ১৬ ম্যাচ পর মহিলাদের টি২০ বিশ্বকাপে জিতল বাংলাদেশ, স্কটিশদের হারিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস নিগার সুলতানাদের

মহিলাদের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার শারজায় স্কটল্যান্ডকে ১৬ রানে হারান নিগার সুলাতানা-রা।

Bangladesh Women Cricket Team. (Photo Credits;X)

মহিলাদের টি-২০ বিশ্বকাপের (ICC Women's T20 World Cup 2024) উদ্বোধনী ম্যাচে জিতল বাংলাদেশ (Bangladesh Women's Cricket Team)। বৃহস্পতিবার শারজায় স্কটল্যান্ড-কে ১৬ রানে হারান নিগার সুলাতানা-রা। ২০১৪ সালের সংস্করণে শেষবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ টি-২০ বিশ্বকাপে সব কটা ম্যাচে হেরেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ২০১৪ টি-২০ বিশ্ব কাপে আয়োজক দেশ হিসেবে খেলে বাংলাদেশ মহিলা দল হারিয়েছিল শ্রীলঙ্কাকে। গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলে সেটাই ছিল বাংলাদেশ মহিলা দলের একমাত্র জয়। এরপর থেকে তারা মহিলাদের টি-২০ বিশ্বকাপে টানা ১৬টা ম্যাচে হারার লজ্জার রেকর্ড গড়েছিল।

বাংলাদেশেই এবারের মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হওয়ায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে সরে সংযুক্ত আরবআমিরশাহি-তে হচ্ছে এবারের মহিলাদের টি-২০ বিশ্বকাপ। কিন্তু বৃহস্পতিবারের শারজায় ১০ বছর ধরে চলা হারের পথ থেকে বেরিয়ে এলেন নিরাগা সুলতানারা। শারজায় স্কটিশদের বিরুদ্ধে স্মরণীয়ে জয়ে দারুণ বোলিং করলেন রীতু মণি। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছিল ১১৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সোবাহনা মস্ত্রি (৩৬)। জবাবে স্কটল্যান্ডের মহিলা দল পুরো ২০ ওভার খেলে করে ১০৩ রান। ওপেনার সারা ব্রেস (৪৯)ছাড়া পুরো স্কটিশ ব্যাটিং খারাপ খেলে। ম্যাচের সেরা রীতু মণি ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। স্মরণীয় জয়ের পর বাংলাদেশের ক্রিকেটাররা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

দেখুন জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস

চলতি মহিলাদের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ আছে গ্রুপ বি-তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের সঙ্গে। বাংলাদেশের মহিলা দলের পরবর্তী ম্যাচ কাল, শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শারজায়।

এদিকে, পাকিস্তান মহিলা দলও তাদের প্রথম ম্যাচে দারুণ জয় পেল। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৩১ রানে হারাল পাকিস্তান। পাকিস্তান প্রথমে ব্যাট করে পাকিস্তান মহিলা দল ১১৬ রান করেছিল। জবাবে পুরো ২০ ওভার খেলে লঙ্কান মহিলারা করে ৮৫ রান। পাকিস্তানের ফতিমা সানা ২০ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি ১০ রান দিয়ে ২টি উইকেট নেন। গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রবিবার দুবাইয়ে মুখোমুখি ভারত ও পাকিস্তানের মহিলা ক্রিকেট দল।