Bangladesh Cricket: প্রস্তুতি ম্যাচে খেলতে না পারা সাকিবকে নিয়ে সমালোচকদের আচরণে খুশি নন মাশরাফে

প্রস্তুতি ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে তাঁর বিশ্বকাপে খেলা উচিত কি না, তা নিয়ে আলোচনা শুরু হয় যা ক্ষুব্ধ করে প্রাক্তন বাংলাদেশ অধিনায়ককে এরপর বর্তমান প্রজন্মকে 'মানসিকভাবে অসুস্থ' বলে কটাক্ষ করেন মাশরাফে

Shakib Al Hasan, Bangladesh Cricket (Photo Credit: Saif Ahmed/ X)

আসন্ন ২০২৩ বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের প্রতি 'ইর্ষা' নিয়ে সমালোচকদের সমালোচনা করেছেন মাশরাফে বিন মর্তোজা। গত ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে দাসুন শানাকার বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারেননি সাকিব। তাঁর পায়ের পাতায় (Foot) চোট লেগেছে বলে জানা গেলেও কীভাবে সেটি ঘটেছে সেই নিয়ে জল্পনা চলে অনেক। প্রথমে সোশ্যাল মিডিয়ায় জানা যায় প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে তিনি চোট পান আবার ইন্ডিয়া টুডের খবর অনুসারে, গলফ খেলতে গিয়ে চোট পান সাকিব। প্রথমে মনে করা হয় হাসমতুল্লাহ শহিদির আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের উদ্বোধনী ম্যাচেও খেলতে পারবেন না সাকিব তবে এখন তিনি চোট বেশ সারিয়ে উঠেছেন বলে জানা গিয়েছে এবং সেই কারণে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ না খেললেও আফগানিস্তানের বিপক্ষে খেলবেন তিনি। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলন ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। Ugly Fight in Bangladesh Celebrity Cricket League: বাউন্ডারি দেওয়া নিয়ে বাংলাদেশ তারকাদের মধ্যে হাতাহাতি, বাতিল টুর্নামেন্ট, আহত ৬

সেই প্রস্তুতি ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে তাঁর বিশ্বকাপে খেলা উচিত কি না, তা নিয়ে আলোচনা শুরু হয় যা ক্ষুব্ধ করে প্রাক্তন বাংলাদেশ অধিনায়ককে এরপর বর্তমান প্রজন্মকে 'মানসিকভাবে অসুস্থ' বলে কটাক্ষ করেন মাশরাফে। এই নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন মাশরাফে।

দেখুন পোস্ট

তামিম ইকবাল বাংলাদেশ দলে জায়গা না পাওয়ায় সম্প্রতি সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিবকে। সম্প্রতি টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাটিং অর্ডারে নিজের অবস্থান নিয়ে নমনীয় হতে না চাওয়ার জন্য এই বাঁহাতি ব্যাটসম্যানকে 'শিশুসুলভ' বলেছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে টাইগারদের ফের নেতৃত্ব দেওয়া মাশরাফি বলেছেন, ভারতের মাটিতে কাপ জেতার জন্য দলকে সমর্থন করার জন্য মানুষকে একজোট হতে হবে।