BAN vs NZ 2nd Test: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টায় এবং বাংলাদেশ সময় সকাল ৯ঃ৩০টায়
আজ ৬ ডিসেম্বর বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। শেষ টেস্ট ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক ১৫০ রানের জয় নিশ্চিত করার পর নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই তাদের প্রথম টেস্ট জয়। সিলেট টেস্টের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম (Taijul Islam)। দুর্দান্ত বোলিং করে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ মোট ১০ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েন। শুধু বোলিং নয় ব্যাটিংয়েও বাংলাদেশ ছিল বেশ ভালো। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে শতরানের মাইলফলক স্পর্শ করেন শান্ত। এছাড়া মুশফিকুর রহিম (Mushfiqur Rahim), মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) এবং মাহমুদুল হাসান জয় (Mahmudul Hasan Joy) অর্ধশতরান করেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে শতরান করেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। ড্যারিল মিচেল (Daryl Mitchell) দ্বিতীয় ইনিংসে চেষ্টা করে অর্ধশতক করলেও হার থেকে রক্ষা করতে পারেননি। বল হাতে ভালো করেছেন একমাত্র এজাজ প্যাটেল (Ajaz Patel)। BAN vs NZ 1st Test Result: ঘরের মাঠে কিউইদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়, টেস্টে ১৫০ রানে হার নিউজিল্যান্ডের
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড পিচ (BAN vs NZ 2nd Test Pitch)
ঢাকার মিরপুরের পিচ বেশিরভাগ সময় স্পিনকেই বেশী সাহায্য করে। সেই কারণে ম্যাচ যত এগোবে, ততই ব্যাটিং করা কঠিন হয়ে যাবে পিচ। এছাড়া পিচের ক্র্যাক যত চওড়া হবে, স্পিনাররা মাঠে তত সাহায্য পাবে। সেই কারণে টসে জিতে দল আগে ব্যাট করাটা কথা ভাবনাচিন্তা করবে।
হেড-টু-হেড
বাংলাদেশ ও নিউজিল্যান্ড মোট ১৮টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ দুটিতে জয় পেয়েছে, আর নিউজিল্যান্ড ১৩টিতে জয় পেয়েছে। দলগুলো তিনবার ড্র করেছে। আসন্ন ঢাকা টেস্টে নিজেদের রেকর্ডে যোগ করতে মরিয়া দুই দলই। এক নজরে দু'দলের স্কোয়াড।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান/হাসান মুরাদ, তাইজুল ইসলাম, শোরিফুল ইসলাম।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশঃ টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন/মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ?
৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ?
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টায় এবং বাংলাদেশ সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ
সরাসরি টিভিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত সম্প্রচার করা হবে না, বাংলাদেশে খেলা দেখা যাবে টি স্পোর্টসে(T-Sports) এবং গাজী টিভিতে (Gazi TV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ
ভারতের ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে এবং বাংলাদেশের র্যাবিটহোলবিডিতে (Rabbitholebd) বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ সরাসরি দেখা যাবে।