Australian Players Mocking India: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'নো হ্যান্ডশেক' নিয়ে ঠাট্টা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের; দেখুন ভিডিও

সেই ভিডিওতে দেখা যাচ্ছে জশ হ্যাজেলউড (Josh Hazlewood), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), মিচেল মার্শ (Mitchell Marsh), জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) এবং গ্রেস হ্যারিসের (Grace Harris) মতো খেলোয়াড়ররা ভারতীয় দলের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর এড়ানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছে।

Australia Men and Women Cricketers (Photo Credit: Kayo Sports/ IG)

Australian Players Mocking India: সম্প্রতি কায়ো স্পোর্টসের (Kayo Sports) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক সৃষ্টি করেছে। সেই ভিডিওতে কয়েকজন অস্ট্রেলিয়ান তাবড় পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের পাকিস্তানের সঙ্গে ভারতের 'নো-হ্যান্ডশেক নীতি' নিয়ে মজা করতে দেখা গেছে। ঘটনা নিয়ে বিতর্ক বাড়তেই এই ভিডিও ডিলিট করে দেওয়া হয় কিন্তু তার আগেই অনেক নেটিজেনরা সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভাইরাল করে দিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জশ হ্যাজেলউড (Josh Hazlewood), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), মিচেল মার্শ (Mitchell Marsh), জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) এবং গ্রেস হ্যারিসের (Grace Harris) মতো খেলোয়াড়ররা ভারতীয় দলের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর এড়ানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছে। সেখানে মজা করে বলা হয় যদি ভারত হ্যান্ডশেক করতে না চায় তাহলে কি করা উচিত। তারপর খেলোয়াড়রা এমন কিছু অভিবাদন ভাবনার প্রস্তাব দেয় যা হাতমেলানোর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। No Handshake: হাতে হাত নয়, ভারত-পাক ম্যাচে করমর্দন না করার ধারা অব্যাহত, সূর্যকুমারের মত পাক অধিনায়িকাকে এড়িয়ে গেলেন হরমনপ্রীত কৌরও

ভারতের 'নো হ্যান্ডশেক' নিয়ে ঠাট্টা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের

গ্লেন ম্যাক্সওয়েল এবং জেক ফ্রেজার-ম্যাকগর্ক হাত মুঠো করে হ্যান্ডশেকের প্রস্তাব দেন। অন্যদিকে মহিলা দলের ক্রিকেটার গ্রেস হ্যারিস এবং সোফি মলিনিউক্স (Sophie Molinuex) মজার অঙ্গভঙ্গি করেন। অজিদের সাদা বলের অধিনায়ক মিচেল মার্শ আবার ট্রাভিস হেডের (Travis Head) 'ফিঙ্গার ইন দ্য আইস কাপ' সাজেস্ট করেন। এদিকে অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) যিনি বর্তমানে মহিলা বিশ্বকাপের জন্য ভারতের মাটিতে রয়েছেন, 'হিলি হ্যান্ডস' সেলিব্রেশনের প্রস্তাব করেন। ভিডিওটি যদিও মূল সিরিজের আগে দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয় তবে সোশ্যাল মিডিয়ায় এটি ভারতীয় ফ্যানদের কাছে প্রচুর সমালোচিত হয়েছে। পহেলগামে সন্ত্রাসী হামলার এবং পাকিস্তান ও পাকিস্তান-অধিষিক্ত কাশ্মীরে সন্ত্রাসবিরোধী আক্রমণের পর নেওয়া এই সিদ্ধান্ত ভারতীয়দের কাছে খুবই সংবেদনশীল একটা বিষয়। সেটা নিয়ে অজি তারকাদের মজা করাটা ভালো চোখে দেখেনি ভারতীয় ক্রিকেটের ভক্তরা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement