Australia vs South Africa 1st Test 2022 Live Streaming: দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা
দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে গুঁড়িয়ে দেয়ার পর অস্ট্রেলিয়া বেশ ভালো মেজাজে থাকলেও এবার ভালো দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তাঁরা। জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে গুঁড়িয়ে দেয়ার পর অস্ট্রেলিয়া বেশ ভালো মেজাজে থাকলেও এবার ভালো দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তাঁরা। অস্ট্রেলিয়া মূলত আগামী বছর ডব্লিউটিসি ফাইনালে (WTC finals) তাদের স্থান নিশ্চিত করেছে, এবং দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি ফাইনালের জন্য শীর্ষ প্রার্থীদের মধ্যে একটি। ভারতের বিরুদ্ধে আরও কঠিন সিরিজ খেলতে নামার আগে অস্ট্রেলিয়া কোনও কিছুকেই হালকাভাবে নিতে চাইবে না। ডব্লিউটিসি'র ফাইনালে খেলার সুযোগ পেতে হলে দক্ষিণ আফ্রিকাকে এই সিরিজে অন্তত একটি টেস্ট জিততে হবে। এই সিরিজে চ্যালেঞ্জ নিতে হলে তাদের অধিনায়ক ডিন এলগারের (Dean Elgar) প্রয়োজন হবে শক্তিশালী ব্যাটিং ও বোলিং। এই সময়ে তাদের ব্যাটিং অনভিজ্ঞ তাই প্রোটিয়াদের কাছে সিরিজ কিছুটা কঠিন হবে।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
১৭ ডিসেম্বর ব্রিসবেনের গাবাতে (Gabba) অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।। ভারতীয় সময় অনুসারে (IST) ভোর ৫ঃ৫০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে ।