AUS PM XI vs PAK, Day 1 Stumps: প্রথম দিনেই ব্যর্থ বাবর, অধিনায়ক শান মাসুদের ১৫০ রানে স্কোর ৩০০ পার

দিনের শেষে আজ স্কোর ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩২৪ রান

Shan Masood (Photo Credit: Pakistan Cricket/ X)

আগামী ১৪ ডিসেম্বর মূল অস্ট্রেলিয়া দলের বিপক্ষে পার্থ টেস্টে নামার আগে কঠিন প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দল। আজ ভারতীয় সময় ভোর ৫টা থেকে শুরু হয়েছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মনোনীত একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ। ক্যানবেরার মানুকা ওভালে (Manuka Oval, Canberra) আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান মাসুদ (Shan Masood)। প্রথমেই ৯ রানে ইমাম-উল-হককে ফেরান জর্ডান বাকিংহাম (Mark Steketee)। এরপর ৩৮ রানে আবদুল্লাহ শাফিককে আউট করেন মার্ক স্টেকেটি (Mark Steketee)। এরপর বাবর আজম (Babar Azam) এসে হাল ধরার চেষ্টা করলেও ৪০ রানে শিকার হন বাকিংহামের। সৌদ শাকিলকে ১৩ রানে বোল্ড করেন টড মারফি।

বাকিংহামের পরবর্তী শিকার হন ৪১ রান করা সরফরাজ আহমেদ এবং খেলা শেষ হওয়ার আগে ১৭ রানে নাথান ম্যাকঅ্যান্ড্রু ফেরান ফাহিম আশরাফকে। মাঠে একমাত্র দাঁড়িয়ে থাকেন পাকিস্তানের সদ্য টেস্ট দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শান মাসুদ। একাধারে উইকেট পড়তে থাকলেও তিনি রুখে দাঁড়িয়ে ২৩৫ বলে ১৩টি চার এবং ১টি ছক্কা মেরে ১৫৩ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। অস্ট্রেলিয়ার হয়ে আজ তিনটি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জুটি ভেঙেছেন জর্ডান বাকিংহাম। দিনের শেষে আজ স্কোর ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩২৪ রান। BAN vs NZ, 2nd Test Day 1 Lunch: কিউই স্পিনে ফাঁসল বাংলাদেশ, ৪ উইকেট খুইয়ে স্কোর ৮০

দুই'দলের একাদশঃ

অস্ট্রেলিয়া মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট, ম্যাট রেনশ, ক্যামেরন গ্রিন, নাথান ম্যাকসুইনি (অধিনায়ক), বিউ ওয়েবস্টার, জিমি পিয়ারসন (উইকেটরক্ষক), নাথান ম্যাক অ্যান্ড্রু, টড মারফি, মার্ক স্টেকেটি, জর্ডান বাকিংহাম।

পাকিস্তানঃ আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আমের জামাল, খুররম শাহজাদ, মীর হামজা, আবরার আহমেদ।

দেখুন শান মাসুদের দুর্দান্ত ব্যাটিং

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now