Anand Mahindra Announces Gifts For 6 Crickter: অস্ট্রেলিয়ায় সিরিজ হয়, ভারতীয় দলের ৬ তরুণ ক্রিকেটারকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

চোট আঘাতে জর্জরিত হয়েও অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে সিরিজ শুরু আগে ও চলাকালীন ছিটকে যান বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও সেসব বাধা কাটিয়ে ঐতিহাসিক টস্ট সিরিজ জিতে ঘরে ফিরেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজ জিততে অবদান রয়েছে কয়েকজন তরুণ ক্রিকেটারের, যাদের অভিষেক হয়েছে ওই টেস্ট সিরিজেই। তাঁরা হলেন মহম্মদ সিরাজ, টি নটরাজন, শারদুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল এবং নবদীপ সাইনি। এই ক্রিকেটাররা প্রশংসা তো পাচ্ছেনই, সঙ্গে পাচ্ছেন উপহারও। ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) ভারতীয় দলের ওই ছয় সদস্যকে মাহিন্দ্র থার এসইউভি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাঁদের কঠোর পরিশ্রম, দৃঢ়তা ও সংকল্পে আনন্দিত হয়েই এই উপহার দেবেন বলে জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা।

Mahindra Group chairman Anand Mahindra (Photo Credits: IANS)

চোট আঘাতে জর্জরিত হয়েও অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে সিরিজ শুরু আগে ও চলাকালীন ছিটকে যান বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও সেসব বাধা কাটিয়ে ঐতিহাসিক টস্ট সিরিজ জিতে ঘরে ফিরেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজ জিততে অবদান রয়েছে কয়েকজন তরুণ ক্রিকেটারের, যাদের অভিষেক হয়েছে ওই টেস্ট সিরিজেই। তাঁরা হলেন মহম্মদ সিরাজ, টি নটরাজন, শারদুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল এবং নবদীপ সাইনি। এই ক্রিকেটাররা প্রশংসা তো পাচ্ছেনই, সঙ্গে পাচ্ছেন উপহারও। ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) ভারতীয় দলের ওই ছয় সদস্যকে মাহিন্দ্র থার এসইউভি উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাঁদের কঠোর পরিশ্রম, দৃঢ়তা ও সংকল্পে আনন্দিত হয়েই এই উপহার দেবেন বলে জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা।

তবে এই প্রথম নয়, যখন আনন্দ মাহিন্দ্রা খেলোয়াড়দের প্রতি এমন মনোভাব ব্যক্ত করেছেন। ২০১৭ সালে সুপার সিরিজের শিরোপা জয়ের পরে তিনি কাদাম্বী শ্রীকান্তকে একটি টিইউভি ৩০০ উপহার দিয়েছিলেন। এর আগে, শুক্রবার ভারতের ফাস্ট বোলার মহাম্মদ সিরাজ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিলাসবহুল গাড়ির ভিডিও পোস্ট করেন। হায়দরাবাদে গাড়ি চালানোর একটি ভিডিওও পোস্ট করেন তিনি। আরও পড়ুন: Mohammed Siraj On Racial Abuse From Australian Crowd: অস্ট্রেলিয়ান জনতার দেওয়া গালি আমাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে: মহম্মদ সিরাজ

এই সিরিজে মহম্মদ সিরাজ ১৩ উইকেট শিকার করেছেন। এর মধ্যে ব্রিসবেনে এক ইনিংসে পাঁচ উইকেট শিকারও করেছেন। সিরিজে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।