AFG vs BAN 2nd ODI Result: শান্তর ইনিংসে ৩৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শারজায় জয় বাংলাদেশের

চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানের জয় নিয়ে ৩৪ বছর পর ইতিহাস নতুন করে লিখেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর হয়-২৫২/৭। এরপর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানকে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট করে দেন

BAN ODI Cricket Team (Photo Credit: Bangladesh Cricket/ X)

AFG vs BAN 2nd ODI Result: দীর্ঘদিন ধরে টানা ১৯৯০ সাল থেকে হতাশাজনক হারের পর বাংলাদেশ ক্রিকেটের জন্য শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের অভিশাপ যেন অবশেষে ভেঙ্গেছে। চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানের জয় নিয়ে ৩৪ বছর পর ইতিহাস নতুন করে লিখেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর হয়-২৫২/৭। এরপর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানকে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট করে দেন। বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট। আফগানিস্তানের হয়ে রহমত শাহ ৫২ রান এবং সেদিকুল্লাহ অটল ৩৯ রান করেন। নাইব (২৬), মহম্মদ নবী (১৭) ও রাশিদ খান (১৪) ভালো শুরু করলেও মেহেদী ও মুস্তাফিজ ব্যাটারদের থিতু হতে না দেওয়ায় বড় কিছু করতে পারেননি। Mushfiqur Rahim Ruled Out: আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ছিটকে গেলন মুশফিকুর রহিম

আফগানিস্তান বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে

১৯৯০ সালে অস্ট্রাল-এশিয়া কাপে প্রথমবার বাংলাদেশে শারজাহতে খেলতে যায়। যেখানে তারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল। অনভিজ্ঞ বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে ১৬১ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে যায়। ১৯৯৫ সালে এশিয়া কাপের জন্য শারজায় ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে আসে বাংলাদেশ। বাংলাদেশ কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয়হীন থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানটান দুই ম্যাচে মুখোমুখি হলেও দুটি হৃদয়বিদারক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে মাত্র তিন রানে হেরে যায় দলটি। ২০২২ সালের এশিয়া কাপও একটিও জয় পায়নি বাংলাদেশ। এই সিরিজেও প্রথম ম্যাচে আফগানিস্তান প্রথম ওয়ানডেতে জয় পায়। গতকালের জয়ের ফলে সিরিজটি ১-১ সমতায় নিয়ে আসে।