IPL New Team: আইপিএলে নতুন ২টি দল আমেদাবাদ ও লখনউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দুটি নতুন দল হল আমেদাবাদ এবং লখনউ। সিভিসি ক্যাপিটাল পার্টনার আমেদাবাদ দলের মালিকানা পেয়েছে। আরপিএসজি গ্রুপ পেয়েছে লখনউ দলের মালিকানা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দুটি নতুন দল হল আমেদাবাদ (Ahmedabad) এবং লখনউ (Lucknow)। সিভিসি ক্যাপিটাল পার্টনার (CVC Capital) আমেদাবাদ দলের মালিকানা পেয়েছে। আরপিএসজি গ্রুপ (RP-Sanjiv Goenka Group) পেয়েছে লখনউ দলের মালিকানা। সংবাদ সংস্থা ANI এই খবর জানিয়েছে।
জানা যাচ্ছে. কলকাতার আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী লখনউ দলের জন্য ৭ হাজার কোটি টাকা দর দিয়েছে। অন্যদিকে, সিভিসি ক্যাপিটাল পার্টনার আমেদাবাদের জন্য দর দেয় ৫ হাজার কোটি টাকা।
আগামী মরসুম থেকে ৮ দলের পরিবর্তে ১০ দলের আইপিএল টুর্নামেন্ট আয়োজন করা হবে। দুটি দলের ফ্রাঞ্চাইজি বিক্রি করে বিসিসিআই ৭ হাজার থেকে ১০ হাজার টাকা ঘরে তোলার আশা করেছিল। নতুন দু'টি আইপিএল দলের বেস প্রাইস ঠিক করা হয়েছিল ২০০০ কোটি টাকা। তবে, নিলামে দুটি দল বিক্রি করে ১২ হাজার কোটি টাকার বেশি ঢুকতে চলেছে বোর্ডের ঘরে।