Teen Dies Due to Heart Attack: উত্তরপ্রদেশের কানপুরে ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হল ১৬ বছরের কিশোরের
উত্তরপ্রদেশের কানপুর (Kanpur) শহরে ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। অনুজ যখন রান করার চেষ্টা করছিল, তখন তার মাথা ঘুরতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কানপুর : উত্তরপ্রদেশের কানপুর (Kanpur) শহরে ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। অনুজ পান্ডে (Anuj Pandey) নামে ওই কিশোর বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। পিচে ব্যাট করতে নেমে ২১ রান করে সে। সেই সময় তার মাথা ঘুরতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। অনুজ যখন রান করার চেষ্টা করছিল, তখন তার মাথা ঘুরতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ডাঃ গণেশ (Ganesh) ও ডাঃ অভিষেক সিং (Abhishek) হাসপাতালে অনুজকে পরীক্ষা করেন। তারা জানায়, তার ঠোঁট নীল হয়ে গেছে এবং নাড়ি বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়ে মৃত্যুর সম্ভাবনার কথা জানিয়েছেন। যেহেতু পরিবারের লোকজন ময়নাতদন্ত করাতে অস্বীকার করে, তাই অনুজের শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং সঠিক কারণ জানা যায়নি। Chamika Karunaratne: ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে দাঁত ভাঙলেন চামিকা করুণারত্নে, দেখুন ভিডিয়ো
অনুজের বাবা অমিত কুমার পাণ্ডে (Amit Kumar Pandey) ত্রিবেণীগঞ্জ বাজারের বাসিন্দা এবং বীজ সংস্থায় (Seed Agency) কাজ করেন। অমিত ও তাঁর স্ত্রী সুনীতার দুই ছেলে সুমিত ও ১৬ বছরের অনুজ। সূত্রানুসারে, বুধবার সকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে অনুজ। ক্রিকেট খেলতে গিয়েই অনুজ মাথা ঘোরার কারণে অজ্ঞান হয়ে যায়, তার বন্ধুরা অনুজের পরিবারকে খবর দেয়, তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অনুজের পরিবার জানিয়েছে, খেলার সময় দৌড়নোর চেষ্টা করতেই তার মাথা ঘোরা শুরু হয় এবং বুকে ব্যথা শুরু হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে।