যুবরাজ সিংয়ের ওভারে ৬ ছক্কার ১২ বছর আজ, যুবির 'সিক্স সিক্সার'-এর অজানা 'সিক্স'
ভারতীয় ক্রিকেটে স্বর্ণাক্ষরে লিখে থাকা একটা দিন আজ। বিশ্ব ক্রিকেটেও। আজ থেকে ১২ বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এমন এক কীর্তি গড়েছিলেন যুবরাজ সিং, যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন থেকে কোনওদিন মুছে যাবে না। ১৯ সেপ্টেম্বর, ২০০৭। ডারবানে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এক ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন যুবরাজ।
মুম্বই, ১৯ সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেটে স্বর্ণাক্ষরে লিখে থাকা একটা দিন আজ। বিশ্ব ক্রিকেটেও। আজ থেকে ১২ বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এমন এক কীর্তি গড়েছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh) , যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন থেকে কোনওদিন মুছে যাবে না। যুবরাজ সিংয়ের ছয় ছক্কার কথা মনে করে আজ টুইট করেছে বিসিসিআই (BCCI)।
১৯ সেপ্টেম্বর, ২০০৭। ডারবানে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এক ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন যুবরাজ। আরও পড়ুন-টোকিও-র টিকিটের পর এবার বিশ্বমিটে ব্রোঞ্জ জিতে দেশকে জোড়া খুশি উপহার বিনেশ ফোগাতের
ইনিংসের ১৯তম ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে এই কীর্তি গড়েছিলেন যুবি। ব্রডের এক একটা বল আসছে, আর যুবি সেসব পত্রপাঠ বিদায় করে ওভার বাউন্ডারি মারছেন। এই ছবিগুলো, ভিডিওটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। আসুন দেখে নিই যুবি-র ছয় ছক্কার ম্যাচের আধডজন তথ্য--
১) প্রথমে ব্যাট করতে নেমে সেই ম্যাচে বীরেন্দ্র সেওয়াগ ও গৌতম গম্ভীর দারুণ খেলেছিলেন। ওপেনিং পার্টনারশিপে বীরু-গোতি ১৩৬ রান যোগ করেন। সেওয়াগ ৬৮ , গম্ভীর ৫৮ রানে আউট হন।
২) তিন নম্বরে নেমে উথাপ্পা (৬), তারপর ধোনি (১০) কিছু করতে পারেননি। যুবরাজ ১৬ বলে ৫৮ রান করেন। ভারত নির্ধারিত ২০ ওভারে করেছিল ২১৮ রান। জবাবে ইংল্যান্ড ২০০ রান করেছিল।
৩) ইনিংসের ১৮তম ওভারে ধোনির সঙ্গে যখন য়ুবরাজ ব্যাট করছিলেন, তখন বোলার অ্যান্ড্রু ফ্লিনটফের বাদানুবাদ হয়েছিল যুবির। ফ্লিনটফের ওভার দুটি বাউন্ডারি মারেন যুবি। ফ্লিনটফের ওপর থাকা যাবতীয় রাগ যুবি তোলেন ব্রডের।
৪) স্টুয়ার্ট ব্রড সেই ম্যাচে ৪ ওভারে ৬০ রান দিয়েছিলেন। ব্রড সেই ম্যাচের প্রায় ৬ মাস পর ফের দেশের হয়ে টি টোয়েন্টি খেলতে নেমে দারুণ বল করেছিলেন ব্রড। অকল্যান্ডে কিউইদের বিরুদ্ধে সেই টি টোয়েন্টি ব্রড ২৫ রান দিয়ে এক উইকেট।
৫) বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান, আর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসাবে ৬ বলে ৬টা ওভার বাউন্ডারি মারেন যুবরাজ। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক ওভারে ৬টা ছয় হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার গিবস। মাস ছয়েক পরে টি টোয়েন্টি বিশ্বকাপে একই রকম কীর্তি গড়েন গিবস।
৬) যুবির কাছে ছয় ছক্কা হজমের সেই অভিশপ্ত ম্যাচের মাস ছয়েক পরে দেশের হয়ে টি টোয়েন্টি খেলতে নেমে ব্রড বেশ ভাল বল করেন। অকল্য়ান্ডে কিউইদের বিরুদ্ধে ব্রড ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।