Spectators Drop Pants: মেসিদের লিগে পেনাল্টি মারতে যাওয়া বিপক্ষ ফুটবলারের মনোসংযোগ নষ্টের জন্য প্যান্ট খুললেন দর্শকরা
ফরাসি লিগা ১-এ দর্শকদের অবাক কাণ্ড। যে লিগে খেলেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মত মহাতারকা ফুটবলাররা।
ফরাসি লিগা ১-এ দর্শকদের অবাক কাণ্ড। যে লিগে খেলেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মত মহাতারকা ফুটবলাররা। সেই লিগ ১-র ম্যাচে গ্যাব্রিয়েল মোন্টিপেদ স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছিল ক্লেরমোন্ট ফুট ও অ্যাঞ্জার্স ক্লাব।
ম্যাচের ২৮ মিনিটে আদ্রিয়ান হুনাউয়ের গোলো এগিয়ে যায় অবনমন বাঁচাতে মরিয়া অ্যাঞ্জার্স। পাঁচ মিনিট বাদেই পেনাল্টি থেকে ক্লেরমোন্ট ফুটকে সমতায় ফেরান গ্রেহন কেই। ম্যাচে সমতায় ফেরার পর ৩৯ মিনিটে ফের একটা পেনাল্টি পায় ক্লেরমোন্ট। অ্যাঞ্জার্স ক্লাবের সমর্থকরা তখন এক কাণ্ড ঘটান। আরও পড়ুন- ভাই অর্জুন তেন্ডুলকরের আইপিএল অভিষেকের জন্য আনন্দিত দিদি সারা আনন্দ প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়, দেখুন কী লিখলেন
সেই অতি গুরুত্বপূর্ণ পেনাল্টিটা মারতে যান ক্লেরমোন্টের অস্ট্রিয়ান মিডফিল্ডার মুহম্মদ ছাম। ছাম পেনাল্টি মারতে তৈরি হতেই, গ্যালারিতে বসা থাকা অ্য়াঞ্জার্সের সমর্থকরা নিজেদের প্যান্ট খুলে পশ্চাদ্দেশ বা নিতম্ব দেখাতে থাকেন। তাদের লক্ষ্য ছিল যে করেই হোক ক্লেরমোন্টের হয়ে পেনাল্টি নেওয়া ছামের মনসংযোগ নষ্ট করা। যাতে তিনি পেনাল্টি মিস করেন, আর ক্লেরমোন্ট কিছুই এগিয়ে যেতে না পারে। প্যান্ট খোলার পাশাপাশি জোরে চিতকারও করতে থাকেন অ্যাঞ্জার্সের সমর্থকরা। গোটা স্টেডিয়াম জুড়ে হাসি শুরু হয়ে যায়। অনেকেই অ্যাঞ্জার্স সমর্থকদের কাণ্ড দেখে তাজ্জব বনে যান। সবচেয়ে সমস্য়ায় পড়েন লাইভ খেলা সম্প্রচার করা টিভি চ্য়ানেলের ক্য়ামেরম্যানরা।
দেখুন ছবিতে
শেষ পর্যন্ত অবশ্য অ্যাঞ্জার্স সমর্থকদের এই প্যান্ট খোলা অস্ত্র কাজে দেয়নি। অ্যাঞ্জার্সের ফরাসি গোলকিপার পল বেরনারদোনিকে পরাস্ত করে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি থেকে ক্লেরমোন্টকে ২-১ এগিয়ে দেন ছাম। প্রথমার্ধের একেবারে শেষের দিকে লাল কার্ড দেখেন ক্লেরমোন্টের নেতো বোর্গেস। একটা গোটা অর্ধে দশ জনে খেলেও শেষ অবধি দুটি পেনাল্টি গোলের সুবাদে অ্য়াঞ্জার্সের বিরুদ্ধে ২-১ গোলে জেতে ক্লেরমোন্ট।
জয়ের সুবাদে ক্লেরমোন্ট ফুট (৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট)) লিগ তালিকায় ১১ নম্বরে উঠে এল, আর ২০ দলের লিগ ওয়ানে সবার শেষে অ্যাঞ্জার্স (২০ পয়েন্ট)। যেখানে মেসি, এমবাপে, নেইমারদের পিএসজি (৩১ ম্যাচে ৭২ পয়েন্ট) এই পয়েন্ট তালিকায় সবার আগে আছে।