CFI Calls Back Indian Contingent: হেড কোচের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ মহিলা সাইক্লিস্টের, পুরো দলকে স্লোভেনিয়া থেকে ফেরার নির্দেশ

দলের হেড কোচ আর কে শর্মার (RK Sharma) বিরুদ্ধে দলের প্রথম সারির মহিলা সাইক্লিস্ট ময়ূরী লুটে (Mayuri Lute) অশ্লীল আচরণের অভিযোগ তুলেছেন। এই অভিযোগ আসতেই আজ পুরো দলকে স্লোভেনিয়া (Slovenia) ফিরে আসার নির্দেশ দিল সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া (Cycling Federation of India)। ভারতের সাইক্লিং দল এই মুহূর্তে স্লোভেনিয়াতে প্রস্তুতি ক্যাম্পে রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া।

দলের হেড কোচ আর কে শর্মার (RK Sharma) বিরুদ্ধে দলের প্রথম সারির মহিলা সাইক্লিস্ট ময়ূরী লুটে (Mayuri Lute) অশ্লীল আচরণের অভিযোগ তুলেছেন। এই অভিযোগ আসতেই আজ পুরো দলকে স্লোভেনিয়া (Slovenia) ফিরে আসার নির্দেশ দিল সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া (Cycling Federation of India)। ভারতের সাইক্লিং দল এই মুহূর্তে স্লোভেনিয়াতে প্রস্তুতি ক্যাম্পে রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) কাছে একটি অভিযোগে শীর্ষ ভারতীয় মহিলা সাইক্লিস্ট ময়ূরী লুটে জাতীয় কোচ আর কে শর্মার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। অভিযোগ অনুসারে, ২৯ মে ওই সাইক্লিস্টকে জোর করে তাঁর ঘরে নিয়ে যান ও হয়রানি করেন। এছাড়াও তাঁকে বিয়ের প্রস্তাব দেন বলেও অভিযোগ। আরও পড়ুন: Virat Kohli: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সোশ্যাল মিডিয়ায় যে বড় রেকর্ডটা গড়লেন বিরাট কোহলি

অভিযোগ পাওয়ার পরে অভিযোগকারী ময়ূরীকে ৩ জুন ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। সাই-র কমিটিতে রয়েছেন সেক্রেটারি জেনারেল মনিন্দর পাল সিং, কেরালা সাইক্লিংয়ের প্রেসিডেন্ট এস এস সুদেশ কুমার, মহারাষ্ট্র সাইক্লিংয়ের চিফ কোচ দিপালি নিকম, সিএফআইয়ের সহকারী সেক্রেটারি ভিএন সিং।