Brinda Karat: সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে ধর্ণা মঞ্চ থেকে নামিয়ে দিলেন প্রতিবাদী কুস্তিগীররা, দেখুন ভিডিয়ো
বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিতে গিয়েছিলেন বৃন্দা কারাত। সেসময়ই তাঁকে পরিষ্কার বলা হয় এটা কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চ। এখানে রাজনৈতিক নেতানেত্রীদের কোনও জায়গা নেই। বৃন্দা কারাতকে মাইক দিতেও অস্বীকার করেন প্রতিবীদরা।
নয়াদিল্লি: কুস্তি ফেডারেশনের (WFI) অধ্যক্ষ ও কয়েকজন কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে নয়াদিল্লির (Delhi) যন্তরমন্তরে (Jantar Mantar) ধর্ণা দিচ্ছেন প্রতিবাদী কুস্তিগীররা (wrestlers' protest)। বৃহস্পতিবার সেখানে গিয়ে স্টেজে (stage) ওঠায় সেখান থেকে নামিয়ে দেওয়া হল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাতকে (CPI(M) leader Brinda Karat)। এমনকী তাঁকে মাইক নিয়ে কোনও কথাও বলতে দেওয়া হয়নি।
বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিতে গিয়েছিলেন বৃন্দা কারাত। সেসময়ই তাঁকে পরিষ্কার বলা হয় এটা কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চ। এখানে রাজনৈতিক নেতানেত্রীদের কোনও জায়গা নেই। বৃন্দা কারাতকে মাইক দিতেও অস্বীকার করেন প্রতিবীদরা।
পরে তাঁদের ধর্না সম্পর্কে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া (Wrestler Bajrang Punia) বলেন, "আমরা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের (Union Sports Ministry) আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক করতে যাচ্ছি। বৈঠক শেষ আমরা সাংবাদিকদের সবকিছু জানিয়ে দেব।"
গত বুধবার কোচ ব্রিজভূষণ শরণ সিং ( Brij Bhushan Sharan Singh)-এর বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনেছেন অলিম্পিয়ান কুস্তিগীর বিনেশ ফোগত (Vinesh Phogat)। এই অভিযোগের আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছে কুস্তি ফেডারেশনের কাছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই কুস্তিগীর বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক (Sakshi Malik) , বজরং পুনিয়া (Bajrang Punia)-সহ ৩০ জনেরও বেশি কুস্তিগীর দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) বিক্ষোভ দেখান। বিনেশ জানিয়েছেন, ব্রিজভূষণ শরণ সিং তাঁকে মানসিক হেনস্থা করেছেন, এমনকি তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।