Pele Hospitalized: কোলন টিউমারের কামড়, ফের হাসপাতালে ভর্তি পেলে
কোলন টিউমার ধরা পড়ার পর হাসপাতাল ভর্তি করা হয় পেলে-কে। গত সেপ্টেম্বরে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর কেমোথেরাপিও শুরু হয় কিংবদন্তী এই ফুটবলারের। তবে অস্ত্রোপচার এবং কেমোথেরাপি হলেও, বর্তমানে হাসপাতালে থেকেই চিকিৎসা করাতে হবে বছর ৮১-এই খেলোয়াড়কে।
সাও পাওলো, ৮ ডিসেম্বর: কোলন টিউমারে (Colon Tumor) আক্রান্ত পেলে। চিকিৎসার জন্য সাও পাওলোর একটি হাসপাতালে ফের ভর্তি করা হয়েছে কিংবদন্তী এই ফুটবল খেলোয়াড়কে। কোলন টিউমারে আক্রান্ত হলেও, বর্তমানে পেলের অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
রিপোর্টে প্রকাশ, কোলন টিউমার ধরা পড়ার পর হাসপাতাল ভর্তি করা হয় পেলে-কে (Pele)। গত সেপ্টেম্বরে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর কেমোথেরাপিও শুরু হয় কিংবদন্তী এই ফুটবলারের। তবে অস্ত্রোপচার এবং কেমোথেরাপি হলেও, বর্তমানে হাসপাতালে থেকেই চিকিৎসা করাতে হবে বছর ৮১-এই খেলোয়াড়কে।
আরও পড়ুন: Bipin Rawat's Wife Madhulika: শহিদ জওয়ানদের স্ত্রীদের স্বাবলম্বী করাতেন বিপিন পত্নী মধুলিকা রাওয়াত
গত মাসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন পেলে। যেখানে তিনি জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন বলেও জানান পেলে। এবার হাসপাতালে (Hospital) ভর্তির পরও আগামী কয়েকদিনের মধ্যেই পেলে বাড়িতে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।