Cristiano Ronaldo Rape Allegations: ম্যানচেস্টারে মাঠে দাপট, ধর্ষণ কাণ্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে গ্যালারিতে ব্যানার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেড ডেভিলসের জার্সিতে দ্বিতীয় অভিষেকে বুঁদ ফুটবল বিশ্ব। শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১২ বছর পর খেলতে নেমে নিউক্যাসেলের বিরুদ্ধে সিআরসেভেন করলেন দু দুটো গোল। মাঠ কাঁপালেন তিনি।

Cristiano Ronaldo (Photo Credits: manchesterunited)

ম্যানচেস্টার, ১২ সেপ্টেম্বর: Believe Kathryn Mayorga: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র রেড ডেভিলসের জার্সিতে দ্বিতীয় অভিষেকে বুঁদ ফুটবল বিশ্ব। শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে ১২ বছর পর খেলতে নেমে নিউক্যাসেলের (New Castle) বিরুদ্ধে সিআরসেভেন (CR7) করলেন দু দুটো গোল। মাঠ কাঁপালেন তিনি। কিন্তু ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে রোনাল্ডোর ধর্ষণকাণ্ডের (Cristiano Ronaldo Rape Allegations) বিরুদ্ধে পড়ল ব্যানার। ২০০৯ সালে লাস ভেগাসের পামস প্লেস হোটেলে নাইটক্লাবে রোনাল্ডো তাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ আনেন ক্যাথরিন মায়োরগা ( Kathryn Mayorga) নামের এক মহিলা।দেখুন টুইট

☄️ We flew a plane over the Man United football ground and our message is simple: Believe Kathryn Mayorga.

Let’s say NO to the culture of silence around abuse from the football community. Pledge your solidarity with Kathryn & survivors: https://t.co/YZgcxou75E pic.twitter.com/jvGVOBYTIP

সেই ধর্ষণকাণ্ডে আদালতে ২০১৯ সালে রেহাই পান রোনাল্ডো। রোনাল্ডোর মত খ্যাতনাম ব্যক্তিত্বের বিরুদ্ধে আনা ক্যাথরিন মায়োরগা ধর্ষণের অভিযোগ সেভাবে ধোপে টিকছে না। আদালত জানিয়েছিল, রোনাল্ডোর বিপক্ষে আনা অভিযোগ প্রমাণের জন্য কোনও তথ্য-প্রমাণ নেই মায়োর্গার কাছে। আবার তদন্তের পরেও রোনাল্ডোর বিরুদ্ধে কোনও শক্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে শেষপর্যন্ত ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সিআরসেভেন ৷ আরও পড়ুন: Cristiano Ronaldo: ওল্ড ট্র্যাফোর্ডে জোড়া গোল করে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

সেই পুরনো ধর্ষণ মামলা তুলে ধরে ক্যাথরিনের পাশে দাঁড়িয়ে গ্যালারিতে ব্যানার হাতে দাঁড়িয়ে মহিলা সংগঠনের কর্মীরা লিখলেন, ‘Believe Kathryn Mayorga"। মানে বিশ্বাস করুন ক্যাথরিন মায়োরগাকে।

ক্যাথরিন মায়েরগার অভিযোগ ছিল, সেই রাতে রোনাল্ডো তাঁকে ইচ্ছার বিরুদ্ধে যৌনতার বাধ্য করেছিলেন। কিন্তু রোনাল্ডো জানিয়েছেন, ২০০৯-এ সেই সময় ক্যাথলিন তাঁর সঙ্গে স্বেচ্ছায় যৌনতায় গিয়েছিলেন। ফলে তাতে ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now