Belgium Vs Canada, FIFA World cup 2022:খেলল কানাডা জিতল বেলজিয়াম, অঘটন আটকে কষ্টার্জিত জয় বেলজিয়ামের
ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ফুটবল উপহার দেয় কানাডা।কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত খালি হাতে মাঠ ছাড়তে হলো তাদের। আক্রমণের বিচারে দ্বিতীয় সেরা দল বেলজিয়াম এক মুহূর্তের জাদুতে পেয়ে গেল গোল।
দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কানাডা ও বেলজিয়াম।ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ফুটবল উপহার দেয় কানাডা।কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত খালি হাতে মাঠ ছাড়তে হলো তাদের। আক্রমণের বিচারে দ্বিতীয় সেরা দল বেলজিয়াম এক মুহূর্তের জাদুতে পেয়ে গেল গোল। তুলে নিল কাঙ্ক্ষিত জয়।একমাত্র গোলটি করে তাদের জয়ের নায়ক মিচি বাতসুয়াই।
তবে বিশ্বকাপের মঞ্চে প্রায় ৩৬ বছর পর জায়গা পাওয়া কানাডা বেশ ভালো খেলেছে। কাগজে-কলমের সব ব্যবধান ঘুচিয়ে পুরোটা সময় তাঁরা চাপ ধরে রেখেছে বেলজিয়ামের ওপর।ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় কানাডা। বেলজিয়াম ডিবক্সের ভেতর কারাসকোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কানাডার বায়ার্ন মিউনিখের তারকা আলফোনসো ডেভিস। কুর্তোয়া ডান পাশে ঝাপিয়ে পড়ে ডেভিসের মাটি কামড়ানো শট রুখে দেন। রিবাউন্ডেও বল গোলবারের বাইরে মারেন লারিয়া। ম্যাচের ৪০ মিনিটে বেলজিয়ামের পেনাল্টি বক্সের ভেতর লারিয়া পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি।এর ঠিক ৪ মিনিট পরে অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাতশুয়াইর অন টাচ শট দেখা পায় জালের ঠিকানা।
১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম। শেষ পর্যন্ত বাতশুয়াইর এই একমাত্র গোলেই কষ্টার্জিত জয় পায় বেলজিয়াম।