Bangladesh: গেইলদের দেশে গিয়ে ওয়ানডে-তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ বাংলাদেশের

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শনিবার রাতে প্রভিডেন্সে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ সিরিজ জিতল পদ্মাপাড়ের দেশ।

Bangladesh Cricket Team (Photo Credits: Twitter)

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শনিবার রাতে প্রভিডেন্সে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ সিরিজ জিতল পদ্মাপাড়ের দেশ। অথচ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ০-২, ও টি টোয়েন্টি সিরিজে ২-০ হেরেছিল বাংলাদেশ। অথচ তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে-তে ৩টি ম্যাচে জিতেই চমক দিল শেখ হাসিনার দেশ। সিরিজের প্রথম দুটি ওয়ানডে-তে বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ৯ উইকেটে ও ৪ উইকেটে।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাত্র ১৭৮ রান। মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দারুণ স্পেল করেন তাইজুল ইসলাম। লো স্কোরিং ম্যাচ রান তাড়া করতে নেমে একটা সময় ১৪৭ রানে ৬ উইকেট হারিয়ে বেকাদায় ছিল তামিমের দল। সেখান থেকে নুরুল হাসান (৩২ অপ:), ও মেহদি হাসান মিরাজ (১৬ অপ:) অনবদ্য খেলে দলকে ৩-০ সিরিজ জেতান। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে। এবার নিকোলাস পুরানরা নামবেন ভারতের বিরুদ্ধে। আরও পড়ুন-প্যারাসিন ওপেন 'এ' দাবা টুর্নামেন্ট জিতলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ

দেখুন টুইট

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-০ জিতে আচমকা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজে সেরার পুরস্কার জেতেন তামিম ইকবাল।