Shaheen Afridi Eden Gardens, PAK vs BAN: ইডেনে শাহিনই বাঘ, আফ্রিদির আগুনে বাঘেরা শুধু কাগুজে নামেই, বাংলা পরীক্ষায় পাশ করতে বাবরদের চাই ২০৫
মঙ্গলবার ইডেন উদ্যান মাতিয়ে দিলেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। ৯ ওভার বল করে ২৩ রানে তিনটি উইকেট নিলেন আফ্রিদি
মঙ্গলবার ইডেন উদ্যান মাতিয়ে দিলেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। শুরুতে দুটি উইকেট নেওয়ার পর মোক্ষম সময়ে এদিন বাংলাদেশের হয়ে সবচেয়ে ভাল করা ব্যাট মেহমদুল্লা (৫৬)-কে বোল্ড করে প্রথম ইনিংসে দলকে জেতার মত জায়গায় রাখলেন আফ্রিদি। আফ্রিদির ২৩ রানে ৩ উইকেটের দুরন্ত বোলিং স্পেলের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ মাত্র ৪৫.১ ওভারে ২০৪ রানে অল আউট হয়ে গেল।
চার ম্যাচ পর জয়ের মুখ দেখতে পাকিস্তানকে এখন করতে হবে ২০৫ রান। ক্রিকেটের স্বর্গোদ্যানে এদিন পাকিস্তান জিতলে, আফ্রিদিই ম্যাচের সেরা হতে চলেছেন তা বলাই যায়।
এদিন শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে ছিল পাকিস্তান। মাত্র ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তখন আগুন ঝরাচ্ছিলেন আফ্রিদি। এরপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও দ্রুত আউট হয়ে যান। মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ইডেনে দুপুরেই বাংলাদেশের ইনিংসে যেন রাত নেমে আসে।
বিশ্বকাপে শাহিন আফ্রিদির বোলিং পরিসংখ্যান
এরপর অবশ্য লিটন দাস-মেহমুদল্লা চতুর্থ উইকেটে ধাক্কা সামলে দিচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সমর্থকদের স্বস্তিতে দেওয়ার মুখে ইফতিকার আহমেদের বলে আউট হয়ে যান লিটন দাস (৪৫)। হাফ সেঞ্চুরি করে পূর্ণ করে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লড়ছেন মেহমদুল্লা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত সপ্তাহে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন মেহমদুল্লা। কিন্তু আফ্রিদি বলে এদিন ব্যক্তিগত ৫৬ রানে বোল্ড হয়ে যান মেহমদুল্লা। সাকিব আউট হন ব্যক্তিগত ৪৩ রানে। শেষের দিকে শ্রীলঙ্কার ইনিংসের তিন উইকেট তুলে নেন পাক অলরাউন্ডা-পেসার মহম্মদ ওয়াসিম।
চলতি বিশ্বকাপে পাকিস্তান হারাতে পেরেছে শুধু নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। সেখানে টানা চারটে ম্যাচে বাবর আজমরা হেরেছেন- ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে। এদিন, ইডেনে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শততম উইকেট নেওয়ার নজির গড়লেন ২১ বছরের পাক তারকা পেসার আফ্রিদি।