BAN vs IRE 2nd ODI 2023 Live Streaming: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

দ্বিতীয় একদিনের ম্যাচটি আয়ারল্যান্ড জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনতে চাইবে, তবেঙ্গলাদেশকে ব্যাট ও বলে ভালো পারফর্ম করতে হবে।এদিকে বাংলাদেশ ও চাইবে ম্যাচটি জিতে সিরিজ ঘরে তুলতে

Bangladesh-Ireland One daySeries Photo Credit; Bangladesh Cricket/ Twitter

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম  একদিনের ম্যাচে  তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (৯৩) এবং ব্যাটসম্যান তৌহিদ হৃদয় (৯২) এবং মুশফিকুর রহিম (৪৪) এর কাধে ভর করে আট উইকেটের বিনিময়ে ৩৩৮ রান করেন বাংলাদেশের খেলোয়াড়রা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বিপর্যয় দেখা যায় আয়ারল্যান্ডের শিবিরে। শেষ পর্যন্ত ৩০ ওভার ৫ বল খেলে ১৫৫ রানে অলআউট হয় তারা।  ১৮৩  রানের বিশাল ব্যবধানে জিতে যায় বাংলাদেশ।  দ্বিতীয় একদিনের ম্যাচটি আয়ারল্যান্ড জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনতে চাইবে, তবেঙ্গলাদেশকে ব্যাট ও বলে ভালো পারফর্ম করতে হবে।এদিকে বাংলাদেশ ও চাইবে ম্যাচটি জিতে সিরিজ ঘরে তুলতে। এখন দেখা যাক শেষ হাসি হাসবে কে?

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম একদিবসীয় ম্যাচ?

২০ মার্চ,  , সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচ?

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়( ভারতীয় সময় দুপুর ১.৩০) এবং টস করা হবে দুপুর ১.৩০ টা(ভারতীয় সময় দুপুর ১টা)

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

এই সিরিজ সরাসরি দেখানো হবে গাজী টিভিতে (Gazi TV) ও টি স্পোর্টসে (T Sports) বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।