IPL Auction 2025 Live

Saina Nehwal: বিজেপিতে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল

ব্যাডমিন্টন খেলোয়াড় (Badminton Player) সাইনা নেহওয়াল (Saina Nehwal) আজ বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন। এমনই খবর বিজেপি সূত্রে। হরিয়ানায় বাসিন্দা ২৯ বছরের সাইনা নেহওয়াল ভারতের বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে অন্যতম। সাইনা রাজীব গান্ধী খেলরত্ন ও অর্জুন পুরস্কারে ভূষিত। জানা যাচ্ছে, দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি শাসক শিবিরে যোগ দিতে পারেন।

বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল (Photo: ANI)

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি: ব্যাডমিন্টন খেলোয়াড় (Badminton Player) সাইনা নেহওয়াল (Saina Nehwal) আজ বিজেপিতে (BJP) যোগ দিলেন। হরিয়ানায় বাসিন্দা ২৯ বছরের সাইনা নেহওয়াল ভারতের বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে অন্যতম। সাইনা রাজীব গান্ধী খেলরত্ন ও অর্জুন পুরস্কারে ভূষিত। দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি শাসক শিবিরে যোগ দিলেন।

২৯ বছরের সাইনা ২৪টি আন্তর্জাতিক খেতাব পেয়েছেন। তিনি ২০০৯ সালে বিশ্বের দু'নম্বর ও ২০১৫ সালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হন। তাঁর ফ্যানের সংখ্যা বিপুল। রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কার পেয়েছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী এই তারকা। আরও পড়ুন: Asia Cup 2020: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল, জানাল বিসিসিআই

তাঁর একটি টুইট নিয়ে বিতর্ক হয়। গত বছর প্রধানমন্ত্রীর বক্তৃতার সঙ্গে মিলে গিয়েছিল তাঁর সেই টুইটের বয়ান। সাইনাকে ট্রোল করা শুরু হয় দুই টুইটের স্ক্রিনশট মিলিয়ে। তিনি সেই খেলোয়াড়দের মধ্যেও ছিলেন, যাঁরা দিওয়ালি উপলক্ষে টুইট করেছিলেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিলাদের ক্ষমতায়নের জন্য নেওয়া উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি হ্যাশট্যাগ দিয়েছিলেন #bharatkilaxmi। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইট করার পর থেকেই গেরুয়া শিবিরে তাঁর যোগ দেওয়া নিয়ে জল্পনা শু