Women's World Cup 2022: চারে চার করে মহিলাদের বিশ্বকাপের শেষ চারে অস্ট্রেলিয়া
টানা চারটে ম্যাচে জিতে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করল অস্ট্রেলিয়া। মঙ্গলবার ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে ৭ উইকেটে হারিয়ে চারটে খেলে চারটেতেই জিতে লিগ তালিকায় শীর্ষস্থান মজবুত করল অজিরা।
ওয়েলিংটন (নিউ জিল্যান্ড), ১৫ মার্চ: টানা চারটে ম্যাচে জিতে মহিলাদের বিশ্বকাপের (ICC Women's Cricket World Cup 2022) সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করল অস্ট্রেলিয়া। মঙ্গলবার ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে ৭ উইকেটে হারিয়ে চারটে খেলে চারটেতেই জিতে লিগ তালিকায় শীর্ষস্থান মজবুত করল অজি (৪ ম্যাচে ৮ পয়েন্ট)-রা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান মহিলারা মাত্র ১৩১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১১৮ বল বাকি থাকতে ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এবারের টুর্নামেন্টের হট ফেভারিট অস্ট্রেলিয়া।
অজিদের পরবর্তী ম্যাচে মিতালী রাজ-ঝুলন গোস্বামীদের বিরুদ্ধে, শনিবার। চলতি মহিলা বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে অজিরা হারিয়েছিল ইংল্যান্ড, পাকিস্তান ও নিউ জিল্যান্ডকে। আরও পড়ুন: আইপিএলে নামার আগে আইসিসি-র বড় পুরস্কার জিতলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার
দেখুন টুইট
ওয়েস্ট ইন্ডিজ (৪ ম্যাচে ৪ পয়েন্ট) হারায় সুবিধা হল ভারতীয় মহিলা দলের )(৩ ম্যাচে ৪ পয়েন্ট)। কারণ সেমিফাইনালে ওঠার ব্যাপার ভারতের প্রধান প্রতিপক্ষ এখন নিউ জিল্যান্ড ( ৪ ম্যাচে ৪ পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে অজিদের পিছনে এখন দু নম্বরে দক্ষিণ আফ্রিকা। ভারত আছে তিনে।