Asian Games 2023: টেনিসে সোনা জেতার শেষ সুযোগ, মিক্সড ডবলসের ফাইনালে রোহন-ঋতুজা

এবার এশিয়ান গেমসে টেনিসে সোনা জয়ের শেষ সুযোগ ভারতের সামনে। মিক্সড ডবলসের ফাইনালে উঠলেন ভারতের জুটি রোহন বোপান্না-ঋতুজা ভোসলে।

Rohan Bopanna Wins Heart in US Open 2023 (Photo Credit: Relevant Tennis/ X)

এবার এশিয়ান গেমসে টেনিসে সোনা জয়ের শেষ সুযোগ ভারতের সামনে। মিক্সড ডবলসের ফাইনালে উঠলেন ভারতের জুটি রোহন বোপান্না-ঋতুজা ভোসলে। কাল, সোনার জয়ের ম্যাচে চাইনিজ তাইপের জুটির বিরুদ্ধে খেলবেন ৪৩ বছরের রোহন ও ২৭-এর ঋতুজা। এবার এশিয়াডে টেনিসে এখনও পর্যন্ত মাত্র একটাই পদক জিতেছে ভারত। ফাইনালে তাইল্যান্ডের জুটির কাছে হেরে পুরষদের ডবলসে রুপো জেতেন রামকুমার রামানাথন ও সাকেত মেনন জুটি।

পুরুষদের ডবলসে প্রথম রাউন্ডেই হেরেছিলেন শীর্ষ বাছাই রোহন বোপান্না-ইউকি ভামরি জুটি। মহলিদারে ডবলসে শুরুতেই হারেন অঙ্কিতা-ঋতুজা জুটি। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের দুটিতেই কোয়ার্টার ফাইনালে হারেন ভারতের শীর্ষ বাছাই সুমিত নাগাল, অঙ্কিতা রায়না-রা। আরও পড়ুন-শ্যুটিংয়ে সোনা, টেনিসে রুপোর মাঝে ব্যাডমিন্টনে হতাশা, তাইল্যান্ডের কাছে শেষ আটে হার সিন্ধুদের

দেখুন এক্স

গতবার, ২০১৮ জার্কাতা এশিয়ান গেমসে ভারত একটি সোনা ও দুটো রুপো জিতেছিল। সেখানে এবার হাংঝৌ এশিয়াডে টেনিসে সোনা আসে কি না তার দিকেই তাকিয়ে সবাই। শেষবার দেশের জার্সিতে নেমে রোহন বোপান্না সোনা জিততে পারেন কি না সেটাই দেখার।