Asia Cup 2025 Team India Excluded Players: শ্রেয়স আইয়ার থেকে জয়সওয়াল, রাহুল- ব্রাত্যদের নিয়ে গড়া দলটাও বেশ শক্তিশালী, জানুন বাদ পড়াদের স্কোয়াডে কারা

এক নজরে দেখে নেওয়া যাক এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার যেসব ক্রিকেটাররা জায়গা পেলেন না, তাদের নিয়ে গড়া ১৫ জনের স্কোয়াডটা ঠিক কতটা শক্তিশালী হয়েছে। ব্রাত্য স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে পরপর দুটি আইপিএলের ফাইনালে নেতৃত্ব দেওয়া শ্রেয়স আইয়ারকে।

Shreyas Iyer. (Photo Credits: X)

Asia Cup 2025 Team India Excluded Players: এবারের এশিয়া কাপ টি-২০ দল গড়াটা মোটেও সহজ কাজ ছিল না বিসিসিআই (BCCI)-য়ের নির্বাচকদের কাছে। অন্তত পাঁচটা স্লটের জন্য তিন-চারজন অতিরিক্ত দাবিদার ছিলেন। তার মধ্য়ে থেকে অজিত আগরকররা গুরুত্ব দিলেন গত কয়েক মাসে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটের পারফরম্যান্সকেই। সাম্প্রতিক ফর্ম বা আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হল না। তবে এটার উজ্জ্বল ব্যতিক্রম অবশ্যই শুভমন গিল। ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য পারফম করা গিল-কে এক বছরের বেশি সময় পর দেশের টি-২০ দলে। তাও আবার সহ অধিনায়ক বানিয়ে। আইপিএলে দারুণ খেললেও সুযোগ দেওয়া হল না শ্রেয়স আইয়ারকে। ঠাঁই পেলেন না প্রসিঋ কৃষ্ণা, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দরও। আইপিএলে সেভাবে কিছু করে দেখাতে না পারলেও দেশের জার্সিতে ভাল খেলার সুবাদে নিজের জায়গা ধরে রাখলেন মিডল অর্ডারের দুই স্তম্ভ-তিলক ভর্মা ও রিঙ্কু সিং।

কোন যুক্তি এশিয়া কাপের স্কোয়াডে রিঙ্কু সিং

গত কয়েক মাস ধরে গড়ে তোলা টি-২০ দলটাই ধরে রেখে এশিয়া কাপে পাঠাচ্ছেন অজিত আগরকররা। চলতি বছর ফেব্রুয়ারিতে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচের প্রথম একাদশ থেকে শুধু দুজনের নাম নেই- মহম্মদ সামি ও রবি বিষ্ণোই। ইংল্যান্ডে টেস্ট সিরিজে অনবদ্য খেলা যশস্বী জয়সওয়ালকেও স্কোয়াডে রাখা হয়নি। এবারের আইপিএলে কমলা টুপি জয়ী সাই সুদর্শন ও বেগুনি টুপি জয়ী প্রসিধ কৃষ্ণকেও দলে নেওয়া হয়নি। আসলে এশিয়া কাপে দল নির্বাচনের সময় আগরকর ও বাকি জাতীয় নির্বাচকরা দেশের জার্সিতে টি-২০ পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আর তাই আইপিএলে ভাল খেলেও ব্রাত্য শ্রেয়স আইয়ার-রা। আর যেহেতু গত কয়েক মাসে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্যকুমারের নেতৃত্বে টিম ইন্ডিয়া অনবদ্য খেলছে তাই কোর টিমের কাউকেই বাদ দিলেন না আগরকররা। তিলক ভর্মা, রিঙ্কু সিং-রা তাই স্কোয়াডে থেকে গেলেন। যশস্ব জয়সওয়ালকে না নিয়ে ওপেনার হিসাবে অভিষেক শর্মাকে রাখা নিয়ে আগরকরদের যুক্তি হল, টি-২০তে তাঁর ফর্ম আর বল হাতে উইকেট নেওয়ার ক্ষমতা। আরও পড়ুন- কেমন হল এশিয়া কাপ ২০২৫-এ টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াড

ব্রাত্যদের স্কোয়াডের অধিনায়ক শ্রেয়স আইয়ার

এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার যেসব ক্রিকেটাররা জায়গা পেলেন না (Full list of Indian players left out of Asia Cup squad), তাদের নিয়ে গড়া ১৫ জনের স্কোয়াডটা ঠিক কতটা শক্তিশালী হয়েছে। ব্রাত্য স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে পরপর দুটি আইপিএলের ফাইনালে নেতৃত্ব দেওয়া শ্রেয়স আইয়ারকে। শ্রেয়স শুধু অধিনায়কত্বেই নয়, ব্যাট হাতেও দারুণ খেলেছিলেন আইপিএলে। ব্রাত্যদের দলের হয়ে ওপেন করতে নামবেন যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। গত বছর টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন যশস্বী। আর এবারের আইপিএলে রেকর্ড ৭৬২ রান করে কমলা টুপি জিতেছিলেন সাই। তিন নম্বরে নামবেন কেএল রাহুল। যে রাহুলকে ইদানিং আর জাতীয় দলে টি-২০র জন্য ভাবা হচ্ছে না। কিন্তু রাহুল টি-২০তে বড় ম্যাচ উইনার তা বারবার প্রমাণ হয়েছে। মিডল অর্ডারে অধিনায়ক আইয়ারের সঙ্গে থাকবেন অসমের রিয়ান পরাগ, ঋষভ পন্থ। স্পিনার অলরাউন্ডার হিসাবে স্কোয়াডে থাকবেন দুজন- ইংল্যান্ড সফরের নায়ক ওয়াশিংটন সুন্দর ও ক্রুনাল পান্ডিয়া। স্পেশালিস্ট স্পিনার হিসাবে খেলবেন- যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই। চাহালকে গত কয়েক মাসে বারবার ব্রাত্য রাখা হলেও চাহাল টি-২০-তে বেশ ভয়ঙ্কর। স্পেশালিস্ট পেসার হিসাবে দলে আছেন এবারের আইপিএলে বেগুনি টুপি জয়ী প্রসিধ কৃষ্ণা, ইংল্য়ান্ড সফরের মহানায়ক মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। পেসার-অলরাউন্ডার হিসাবে ব্রাত্যদের দলে আছেন নীতীশ কুমার রেড্ডি। রিজার্ভ উইকেটকিপার হিসাবে ধ্রুব জুরেল বেশ ভাল অপশন।

এশিয়া কাপে যারা জায়গা পেলেন না তাদের নিয়ে ১৫ জনের স্কোয়াড গড়ল 'লেটেস্টলি বাংলা'

ব্রাত্য স্কোয়াড- যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার/সহ অধিনায়ক)), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বৈষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, ধ্রুব জুরেল (উইকেটকপার), নীতীশ রেড্ডি, ক্রুনাল পান্ডিয়া।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement