Asia Cup Cricket 2022: শনিবার থেকে শুরু এশিয়া কাপ, গ্রুপ থেকে সূচি, স্কোয়াড-কোথায় সরাসরি দেখবেন, ফেভারিট কারা, জানুন এক নজরে

প্রথমে ঠিক ছিল এবারের এশিয়া কাপ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। কিন্তু শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কট ও রাজনৈতিক অচলবস্থার কারণে সেখান থেকে সরে এবারের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সংযুক্ত আরবআমিরশাহি-তে।

Indian team players in a huddle (Photo credit: Twitter)

আগামিকাল, শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এবার টি-২০ ফর্মযাটে খেলা হবে। এশিয়ায় সেরা কারা তা ঠিক হবে দু সপ্তাহের এই টুর্নামেন্ট। এশিয়ার পাঁচটি টেস্ট খেলিয়ে দেশ, ও কোয়ালিফায়ার রাউন্ডে জিতে হংকং এবারের এশিয়া কাপের মূলপর্বে খেলছে। আগামিকাল, দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা)। গ্রুপ বি-র এটি প্রথম ম্যাচ। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, আফগানিস্তান ছাড়াও আছে বাংলাদেশ।

এরপর রবিরার গ্রুপ এ-র প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই গ্রুপের তৃতীয় দল হল হংকং। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। সুপার ফোর রাউন্ডে চারটি দল একে অপরের সঙ্গে খেলার পর পয়েন্ট তালিকায় প্রথম দুটি স্থানে থাকা দল ফাইনালে উঠবে। ফাইনাল, ১১ সেপ্টেম্বর, দুবাই।

এবার এশিয়া কাপ কোথায় আয়োজিত হচ্ছে

প্রথমে ঠিক ছিল এবারের এশিয়া কাপ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। কিন্তু শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কট ও রাজনৈতিক অচলবস্থার কারণে সেখান থেকে সরে এবারের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সংযুক্ত আরবআমিরশাহি-তে।

অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে কুড়ি ওভার ফর্ম্যাটের। সংযুক্ত আরবআমির শাহি-র দুবাইয়ে হবে টুর্নামেন্টের ফাইনাল সহ মোট দশটি ম্যাচে। আর শারজাতে হবে মাত্র তিনটি ম্যাচ। ভারতের সব খেলাই হবে দুবাইয়ে।

এক নজরে এশিয়া কাপের ইতিহাস

১৯৮৪ সাল থেকে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট। প্রথমবার টুর্নামেন্ট আয়োজিত হয় সংযুক্ত আরবআমিরশাহিতে। ভারত সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্ট জিতেছে। ভারত ৭বার চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান এশিয়া সেরা হয়েছে মাত্র দু বার। শ্রীলঙ্কা সেখানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ বার। করোনার কারণে চার বছর পর এশিয়া কাপ আয়োজিত হচ্ছে। কোভিডের ২০২০ এশিয়া কাপ বাতিল করতে হয়। শেষবার এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আবেশ খান।

কোন গ্রুপে কারা

এ- ভারত, পাকিস্তান, হংকং

বি-শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ

টুর্নামেন্টের ফর্ম্যাট কেমন

দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে, দুটি দল বিদায় নেবে। সুপার ফোরে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে খেলার পর পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম দুটি দল ফাইনালে উঠবে।

ভারতের ম্যাচ কবে কবে

গ্রুপ লিগে- ২৮ অগাস্ট: পাকিস্তানের বিরুদ্ধে (সন্ধ্যা ৭.৩০), ৩১ অগাস্ট: হংকংয়ের বিরুদ্ধে (সন্ধ্যা ৭.৩০)।

সুপার ফোরে (ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হলে):৪ সেপ্টেম্বর- পাকিস্তান (সম্ভাব্য) (গ্রুপ এ রানার্স), ৬ সেপ্টেম্বর- বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে, ৮ সেপ্টেম্বর- বি গ্রুপের রানার্স দলের বিরুদ্ধে

সুপার ফোরে (ভারত গ্রুপ রানার্স হলে): ৪ সেপ্টেম্বর- পাকিস্তানের (সম্ভাব্য) (গ্রুপ এ চ্যাম্পিয়ন) বিরুদ্ধে, ৭ সেপ্টেম্বর- বি গ্রুপের রানার্স দলের বিরুদ্ধে।

ফাইনাল-১১ সেপ্টেম্বর।

(ভারতের সব ম্য়াচ দুবাইয়ে)

ফেভারিট কারা

শেষ দুটি এশিয়া কাপে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। খাতায় কলমে এবার এশিয়া কাপেও টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী। ম্যাচ উইনার অনেকে। আইপিএলের সৌজন্যে বড় ম্যাচ, স্নায়ুর যুদ্ধে, ৫০-৫০ পরিস্থিতি ম্যাচ বের করার খেলোয়াড় ভারতীয় দলে অনেক। কিন্তু টি-টোয়েন্টি বেশ বিপজ্জনক। এক ওভারে গোটা ম্যাচ এমনকী গোটা টুর্নামেন্ট ঘুরে যায়। তার ওপর আবার পাকিস্তানও কিন্তু বেশ শক্তিশালী দল। ফলে ভারত ফেভারিট হলেও টুর্নামেন্ট কিন্তু জমজমাট হবে।

টিম ইন্ডিয়ার তুরুপের তাস কারা?

রোহিত শর্মা, লোকেশ রাহুবল সূর্যকুমার যাদব শুরুটা ভাল করলে আর টিম ইন্ডিয়াকে চাপ নিতে হবে না। শেষের ওভারগুলিতে খেলার মোড় ঘোরাতে সেরা বাজি হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক। বল হাতে ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালের দিকে তাকিয়ে থাকবেন ভারতীয় সমর্থকরা। তবে আসল হল বিরাট কোহলির ফর্ম। বিরাট যদি প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান পেয়ে যান, তাহবলে তিনিই হবেন তুরুপের তাস। এশিয়ার দেশগুলির বিরুদ্ধে টি-২০-তে বিরাটের পরিসংখ্যান কিন্তু ঈর্ষণীয়।

চমকে দিতে পারে কোন দেশ

আফগানিস্তান বেশ ভারসাম্যপূর্ণ দল। তবে ধারাবাহিকতার অভাব আছে। সাকিব আল হাসান নেতৃত্বে ফিরলেও বাংলাদেশের টি-২০ পারফরম্যন্স খুব খারাপ। তবে শ্রীলঙ্কা ভাল দল, চমক দেওয়ার ক্ষমতা আছে শ্রীলঙ্কার।

১১ সেপ্টেম্বর, ফাইনালে কি ভারত-পাকিস্তান?

খাতায় কলমে ভারত, পাকিস্তান টুর্নামেন্টের বাকি চারটি দেশের থেকে অনেকটা এগিয়ে। তার ওপর আবার যেহেতু ফাইনালে ওঠার লড়াইটা সুপার ফোর ফর্ম্যাটে, তাই একটা ম্যাচ হারলেই ছিটকে যেতে হচ্ছে না। ফলে ভারত-পাক ফাইনালের সম্ভাবনাই অনেক, কিন্তু মাথায় রাখতে হবে টি-২০ খুব খামখেয়ালি ফর্ম্যাটে সব সময় খাতায় কলমে সেরা দল টুর্নামেন্ট জেতে না।

এশিয়া কাপ টিভিতে কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানমেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। টুর্নামেন্টের সব খেলা সরাসরি দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে।

অনলাইনে পুরো টুর্নামেন্টের খেলা কীভাবে দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।