Arjun Tenduilkar: অবশেষে আইপিএলে অভিষেক অর্জুন তেন্ডুলকরের, কলকাতার বিরুদ্ধে খেলছেন সচিন পুত্র
অবশেষে আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। রবিবার দুপুরে ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছেন সচিন পুত্র।
সফল হল অর্জুনের তপস্য়া। অবশেষে আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendlkar)। রবিবার দুপুরে ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছেন সচিন পুত্র। আইপিএলের নিলামে ২৩ বছরের অর্জুনকে ৩০ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই। গত মরসুমে খেলানোর সুযোগ থাকলেও অর্জুনকে নামায়নি মুম্বই। তবে দলের পেসারদের চোট, ব্যর্থতার মাঝে সচিন পুত্রকে সুযোগ দিল আম্বানির দল। ম্যাচ শুরুর আগে ওয়াংখেড়ে সচিনের সঙ্গে নেটে দীর্ঘক্ষণ দেখা যায় অর্জুনকে। তখন থেকেই মনে করা হচ্ছিল অর্জুন এদিন খেলবেন। তবে অতীতে বারবার এমন হয়েছে, অর্জুনের খেলার সম্ভাবনা থাকলেও তাঁকে নামানো হয়নি।
জশপ্রীত বুমরা, জোফ্রা আর্চারদের মত মহাতারকা পেসারদের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ন্সের ভরসা এখন ৬ ফুট ইঞ্চি উচ্চতার বাঁ হাতি পেসার অলরাউন্ডার অর্জুন। মুম্বই ছেড়ে অর্জুন এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। এবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গোয়ার হয়ে খেলে নজর কাড়েন অর্জুন।
কলকাতার বিরুদ্ধে খেলছেন না রোহিত শর্মা। রোহিতের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ন্সকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। সূর্য একেবারেই ফর্মে নেই। টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে মুম্বই। আরও পড়ুন-সরাসরি দেখুন কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচ যেভাবে
দেখুন টুইট
অন্যদিকে, কলকাতার প্রথম একাদশে চমক নেই। লিটন দাস, জেসন রয়দের সুযোগ দেওয়া হল না। চার বিদেশী হিসেবে খেলছেন রহমনুল্লাহা গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লোকি ফার্গুসন।